পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Shilpi Das Chowdhury : বলিউডে পা যমুনা ঢাকির শিল্পী দাসচৌধুরীর, অকপটে জানালেন নিজের অভিজ্ঞতার কথা - বলিউডে পা দিলেন যমুনা ঢাকি-র শিল্পী দাস চৌধুরী, অকপট জানালেন নিজের অভিজ্ঞতার কথা

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ শিল্পী দাসচৌধুরী পা দিলেন বলিউডে । ছবির নাম 'গিরগিট' । এই মুহূর্তে 'যমুনা ঢাকি' ধারাবাহিকে অভিনয় করছেন শিল্পী চরিত্রে । কেমন ছিল বলিউডের অভিজ্ঞতা ৷ অকপটে মুখ খুললেন ইটিভি ভারতের কাছে (Actress Shilpi Das Chowdhury shares her Bollywood Experience) ৷

Actress Shilpi Das Chowdhury
বলিউডে ডেবিউ করলেন যমুনা ঢাকি ধারাবাহিকের শিল্পী

By

Published : Jan 21, 2022, 1:13 PM IST

কলকাতা, 21 জানুয়ারি:রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বাপ্পা পরিচালিত হিন্দি ছবি 'গিরগিট'-এর শুটিং। এই সাসপেন্স থ্রিলারে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, জয় সেনগুপ্ত, ডোনা মুন্সি, দিব্যেন্দু ভট্টাচার্য, ইপ্সিতা চক্রবর্তীর মতো টলিউড এবং বলিউডের খ্যাতনামা অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শিল্পী দাসচৌধুরীও। এই মুহূর্তে'যমুনা ঢাকি' ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি । 'গিরগিট'-এ কনীনিকার ছোট বোনের চরিত্রে দেখা যাবে শিল্পীকে । ইটিভি ভারতকে শিল্পী জানালেন 'গিরগিট' ঘিরে তাঁর অভিজ্ঞতার কথা (Actress Shilpi Das Chowdhury shares her Experience about Girgit)।

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ শিল্পী দাস চৌধুরী পা দিলেন বলিউডে, ছবির নাম 'গিরগিট'

ইটিভি ভারতঃ 'গিরগিট'-এ সুযোগ এল কী ভাবে?

শিল্পীঃ ফোনেই স্ক্রিপ্ট পাঠানো হয় । বলা হয় বাড়ি থেকে অডিশনের জন্য ভিডিও করে পাঠাতে । পাঠানোর পর তিনদিনের মাথায় প্রোডাকশন হাউস থেকে ফোন করে জানায় লুক সেট-এর কথা। এক সপ্তাহ পর অবশেষে জানতে পারি আমি ওই চরিত্রের জন্য সিলেক্ট হয়েছি । এরপর শুরু হয় আমাদের ওয়ার্কশপ আর তার সমস্ত রকম প্রসেসিং।

ইটিভি ভারতঃ মুম্বইয়ের অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?


শিল্পীঃপ্রথম দিকে একটু ভয়ে ভয়ে ছিলাম কারণ আমার বেশিরভাগ সিন ইপ্সিতাদি'র সঙ্গে ছিল। যাঁকে 'ভোঁসলে'র মতো ছবিতে মনোজ বাজপেয়ীর সঙ্গে কাজ করতে দেখেছি, তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করব এটা যতটা আনন্দের, ঠিক ততটাই ভয়ের । কিন্তু বিশ্বাস করুন যখন রিহার্সাল করলাম সবটাই যেন কত সহজ সরল ভাবে হয়ে গেল । শুধু তাই নয়, আমি কিছু জায়গায় নিজেকে ইম্প্রোভাইস ( improvise) করার কথা বললে সবাই আমাকে উৎসাহিত করেছেন । এটা বড় পাওয়া আমার।

ইটিভি ভারতঃ শুটিংয়ে কার সঙ্গে সবথেকে বেশি বন্ধুত্ব হয়েছে?

শিল্পীঃ দিব্যেন্দু ভট্টাচার্য। ওঁকে নিয়ে কিছু বলতে গেলে সারাদিন বলে গেলেও শেষ হবে না। ও সত্যিই একজন মজার মানুষ ৷ কত গল্প, কত আড্ডা হত। প্রোডাকশন বয় থেকে শুরু করে রিসর্টের মালিক কেউ বাদ পড়তেন না আমাদের আড্ডায় । থাকত খাওয়াদাওয়াও । শুধু তাই নয়, শুটিংয়ের মধ্যেই ক্লাস নিতেন । কত কিছু শেখাতেন আমায় । নিজের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতেন । শুটিং শেষের পর সবথেকে বেশি সময় আমি ওঁর সঙ্গে কাটিয়েছি । কত কিছু শেখার আছে মানুষটার থেকে। বন্ধুর মতো মেশেন সকলের সঙ্গে । প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করেন দিব্যেন্দুদা ।

আরও পড়ুন :ফেলুদার চরিত্রটা করার ইচ্ছে ছিল, বেনু নিয়ে নিল : চিরঞ্জিৎ

ইটিভি ভারতঃ 'গিরগিট'-এর মতো পরপর কাজ পেলে বাংলা টেলিভিশন ছেড়ে দেবে?

শিল্পীঃ একেবারেই না। টেলিভিশন আমায় অনেক কিছু শিখিয়েছে । আজও শিখি । মানুষ যতটুকু আমায় চেনে তা ওই টিভির জন্যই । শিল্পীর অভিনয় জীবনের শিকড় লুকিয়ে আছে টেলিভিশনে। শিকড়কে ভুলি কী ভাবে?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details