মুম্বই, 18 নভেম্বর: সুখবর দিলেন বলিউডের অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)৷ ভক্তদের চমকে দিয়ে তিনি ঘোষণা করলেন যে, যমজ সন্তান এসেছে তাঁর ও তাঁর হাবি জিন গুডএনাফের (Gene Goodenough) কোলে ৷ সারোগেসির (Surrogacy) মাধ্যমে জন্ম নিয়েছে তাঁদের সন্তান জয় ও গিয়া ৷
তাঁর ও জিনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে 46 বছরের অভিনেত্রী লিখেছেন, "আজ আপনাদের সবার সঙ্গে আমাদের একটা দারুণ খবর শেয়ার করতে চাই ৷ আমি আর জিন আজ খুব খুশি আর আমাদের হৃদয়ও ভালবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ ৷ কারণ আমরা আমাদের পরিবারে আমাদের যমজ সন্তান জয় জিন্টা গুডএনাফ ও গিয়া জিন্টা গুডএনাফকে স্বাগত জানিয়েছি ৷ জীবনের এই নয়া অধ্যায়ে আমরা আপ্লুত ৷"
"এই অবিশ্বাস্য সফরের অংশ হওয়ার জন্য" ডাক্তার ও সারোগেটকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ তিনি লিখেছেন, "ডাক্তার, নার্স ও আমাদের সারোগেটকে এই অবিশ্বাস্য সফরের অংশ হওয়ার জন্য হার্দিক ধন্যবাদ জানাই ৷ অনেক অনেক ভালবাসা ---জিন, প্রীতি, জয় ও গিয়া ৷"
আরও পড়ুন:Salman Khan: সামনে বাঁদর, কোলে ভাগ্নি আয়াত ! সলমনের ভিডিয়োয় আপ্লুত নেটপাড়া