কলকাতা, 16 জানুয়ারি : দাদার পর এবার বোন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর এবার করোনা আক্রান্ত হলেন তাঁর বোন তথা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় (Pallavi Chatterjee infects with covid 19)। রবিবার নিজেই এই কথা জানিয়েছেন তিনি । জ্বর এবং মাথাব্যথার উপসর্গ রয়েছে তাঁর ৷ যদিও আপাতত বাড়িতেই রয়েছেন পল্লবী ৷ গত বুধবার করোনা আক্রান্ত হয়েছিলেন প্রসেনজিৎ ৷ আর এবার ফের তার পরিবারে থাবা বসাল এই ভাইরাস ৷
অভিনেত্রী তাঁর বার্তায় লিখেছেন, "প্রথমত, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আশা করি আপনি এবং আপনার পরিবার ভাল আছেন । শুধু আপনাকে জানাই, আমিও কোভিড পজিটিভ, কিন্তু ঈশ্বরের কৃপায় এবং আপনাদের ভালবাসা এবং আশীর্বাদে ভাল থাকব । দয়া করে যত্ন নিন। অনেক ভালবাসা ও শুভেচ্ছা ।"