পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হোটেলে রাতে শোয়ার প্রস্তাব দেন প্রযোজক, কাস্টিং কাউচের শিকার নীনা গুপ্তাও - সচ কহু তো

কাস্টিং কাউচের (Casting Couch) শিকার হয়েছেন বলিউডের অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta)৷ তাঁর আত্মজীবনী 'সচ কহু তো'তে নিজের জীবনের এই ভয়ংকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী ৷

Actress Neena Gupta shares her casting couch experience, recalls when a producer asked her to spend the night with him
হোটেলে রাতে শোয়ার প্রস্তাব দেন প্রযোজক, কাস্টিং কাউচের শিকার নীনা গুপ্তাও

By

Published : Jun 18, 2021, 3:42 PM IST

Updated : Jun 19, 2021, 8:08 AM IST

মুম্বই, 18 জুন:তাঁর আত্মজীবনী 'সচ কহু তো'তে নিজের জীবনের নানা দিক তুলে ধরেছেন বলিউডের অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta)৷ ভাল-খারাপ মিলিয়ে জীবনের ওঠা-পড়া সেখানে প্রকাশ্যে এনেছেন তিনি ৷ জানিয়েছেন, বলিউডের অন্যতম অভিশাপ কাস্টিং কাউচেরও (Casting Couch) শিকার হতে হয়েছে তাঁকে ৷

ঠিক কী হয়েছিল ?

আত্মজীবনীতে নীনা গুপ্তা জানিয়েছেন, একবার দক্ষিণি ফিল্মের এক প্রযোজক তাঁকে ফোন করে দেখা করতে বলেছিলেন ৷ সেই সময় মুম্বইয়ের পৃথ্বী থিয়েটারে তাঁর পারফরম্যান্স শেষ করে নীনা ভাবেন প্রযোজকের সঙ্গে দেখা করবেন ৷ কারণ সেখান থেকে খুব কাছেই ছিল প্রযোজকের হোটেল ৷ কিন্তু সেখানে যাওয়ার পর প্রযোজক যখন তাঁকে ফোন করে নিজের ঘরে ডাকলেন, তখনই মনটা কু গেয়েছিল অভিনেত্রীর ৷ তিনি তাঁর বইয়ে লিখেছেন, "আমার বেসিক ইনস্টিংক্ট (মৌলিক প্রবৃত্তি) আমাকে বলে দিল যে উপরতলায় যেও না ৷ আমার তাঁকে নিচের লবিতে নেমে আসতে বলা উচিত ৷"

আরও পড়ুন:সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার

তবে উঠতি অভিনেত্রীর কাজ পাওয়ার অদম্য ইচ্ছে ও সুযোগ হারানোর আশঙ্কা থাকায় নীনা প্রযোজকের মুখের উপর সেটা বলতে পারেননি ৷ উপরেই উঠে যান তিনি ৷ এরপর সেই প্রযোজক ঘণ্টাখানেক ধরে তাঁকে বোঝাতে থাকেন যে, কত অভিনেত্রীকে তিনি কাজের সুযোগ করে দিয়েছেন ৷ বইটিতে নীনা লিখেছেন, "তিনি যখন থামলেন আমি তখন জিজ্ঞেস করলাম, আমার চরিত্রটি কী স্যর ? তিনি বললেন, নায়িকার বন্ধুর ৷ তিনি যখন আমায় চরিত্রটি ব্যাখ্যা করে বললেন, তখন বুঝলাম খুবই ছোট একটা চরিত্র ৷ আমি বললাম, ঠিক আছে স্যর, এ বার আমায় যেতে হবে ৷ আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছেন ৷ তিনি তখন বললেন, যাবে ? কোথায় ? তিনি যারপরনাই স্তম্ভিত হলেন ৷ তুমি এখানে রাতে থাকবে না ? সঙ্গে সঙ্গে আমার মনে হল, এক বালতি বরফ কেউ আমার মাথায় ঢেলে দিয়েছে ৷ আমার রক্ত বরফ হয়ে গেল ৷" তখন সেই প্রযোজক নীনার হাতের ব্যাগটা চেপে ধরে তাঁকে বলেছিলেন, জোর করে তাঁকে কিছু করতে হবে না ৷ এরপরই আর কথা না-বাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালান অভিনেত্রী ৷

আরও পড়ুন:নীল আকাশ, সবুজ জলরাশি... অস্ট্রিয়াতে কেমন কাটছে পরিণীতির ছুটি ?

একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন নীনা গুপ্তা ৷ তিনি আলাপচারিতায় নিজের জীবনের নানা গোপন কথা তুলে ধরেছেন ৷ জানিয়েছেন, যাঁর সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল, তিনি শেষ মুহূর্তে বিয়ে ছেড়ে চলে গিয়েছিলেন ৷ তিনি জানান, "আমি দিল্লি গিয়েছিলাম বিয়ের পোশাক কিনতে ৷ হঠাত্ তাঁর ফোন এল, তিনি বললেন আমাকে বিয়ে করতে চান না ৷ আজও জানি না কেন বলেছিলেন ৷ আমার কী করার ছিল ? আমি এগিয়ে গেলাম ৷ তাঁকে বিয়ে করলে আমারও ভাল লাগত ৷ তাঁর বাবা-মাকে আমি খুবই শ্রদ্ধা করি ৷ আমি তাঁদের বাড়িতেই থাকতাম ৷ তিনি পরে বিয়ে করেছেন, সুখে আছেন ৷"

Last Updated : Jun 19, 2021, 8:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details