পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ব্লাড ক্যান্সারে আক্রান্ত কিরণ খের, জানালেন অনুপম - ব্লাড ক্যান্সার

বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কিরণ খের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ৷ তাঁর হাতে ও কাঁধে ছড়িয়েছে এই রোগ ৷ দীর্ঘ বার্তায় এ কথা জানালেন অনুপম খের ৷

Actress-MP Kirron Kher suffering from blood cancer, informs anupam kher
ব্লাড ক্যান্সারে আক্রান্ত কিরণ খের, জানালেন অনুপম

By

Published : Apr 1, 2021, 12:53 PM IST

Updated : Apr 1, 2021, 1:14 PM IST

মুম্বই, 1 এপ্রিল: বিনোদন ও রাজনীতির দুনিয়ায় ফের দুঃখজনক সংবাদ ৷ ব্লাড ক্যান্সারে আক্রান্ত বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কিরণ খের ৷ এই খবর নিশ্চিত করেছেন অনুপম খের ৷ তিনি জানিয়েছেন, মুম্বইয়ে চিকিত্সা চলছে কিরণের ৷

চণ্ডীগড়ের বিজেপি সভাপতি অরুণ সুদ জানিয়েছেন, গত বছর এই রোগ ধরা পড়ে কিরণ খেরের ৷ অরুণের কথায়, "গত বছর 11 নভেম্বর চণ্ডীগড়ের বাড়িতেই পড়ে গিয়ে বাঁ হাত ভেঙে যায় তাঁর ৷ চণডীগড়ের পিজিআইএমআর-এ তাঁর শারীরিক চিকিত্সার পর ধরা পড়ে যে তিনি মাল্টিপল মায়লোমায় আক্রান্ত ৷ এই রোগ তাঁর বাঁ হাত ও ডান কাঁধে ছড়িয়েছে ৷ চিকিত্সার জন্ 4 ডিসেম্বর তিনি মুম্বই যান ৷" চার মাস ধরে তাঁর চিকিত্সা চললেও এখনও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি বলে তিনি জানিয়েছেন ৷ তবে নিয়মিত তাঁকে কোকিলাবেন হাসপাতালে যেতে হচ্ছে ৷

আরও পড়ুন:বিবাহবার্ষিকীতে "ডিয়ারেস্ট" কিরণকে কী বললেন অনুপম?

কিরণের অসুস্থতার খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বার্তা দিয়েছেন তাঁর স্বামী অনুপম খের ৷

সেখানে লেখা রয়েছে, "যাতে গুজব না-ছড়ায়, সে জন্য সিকন্দর ও আমি সবাইকে জানাতে চাই যে, কিরণের মাল্টিপল মায়লোমা ধরা পড়েছে ৷ এটা ব্লাড ক্যান্সারের একটি ধরন ৷ তাঁর চিকিত্সা চলছে এবং আমরা নিশ্চিত যে, আগের থেকেও বেশি শক্তি নিয়ে তিনি ফিরে আসবেন ৷ আমরা আশীর্বাদধন্য যে, একদল অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে তিনি রয়েছেন ৷ তিনি সবসময় লড়াকু এবং চ্যালেঞ্জকে সামনে থেকে গ্রহণ করেছেন ৷ তাঁর সুন্দর একটা হৃদয় রয়েছে, যে জন্য বহু মানুষের ভালোবাসা তাঁর সঙ্গে রয়েছে ৷ ফলে আপনাদের ভালোবাসা ও প্রার্থনা পাঠাতে থাকুন ৷ তিনি সেরে ওঠার পথে ভালোভাবেই এগোচ্ছেন এবং সবার সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ ৷"

Last Updated : Apr 1, 2021, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details