পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির - মিমি চক্রবর্তীর ছবি

নুসরত জাহানের (Nusrat Jahan) মা হওয়ার খবরে আনন্দে ভাসছেন তাঁর বোনুয়া মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ৷ তিনি টুইটে নুসরতকে অভিনন্দন জানিয়েছেন ৷ তাঁকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে বলে জানান মিমি ৷

actress-mimi-chakraborty-sends-love-to-nusrat-jahan-for-giving-birth-to-a-child
নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

By

Published : Aug 26, 2021, 4:49 PM IST

কলকাতা, 26 অগস্ট: সন্তানের জন্ম দেওয়ার পর শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ৷ ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ৷ প্রাণের 'বোনুয়া' মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এই মুহূর্তে শ্যুটিং-এ ব্যস্ত ভিনরাজ্যে ৷ তাই টুইটেই তিনি ভালোবাসা পাঠিয়েছেন তাঁর সহচরীকে ৷

আজ দুপুর 12.30টা নাগাদ পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরত জাহান ৷ মা ও সন্তান দু‘জনেই ভাল আছেন বলে জানিয়েছেন ডাক্তাররা ৷ তবে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ হাসপাতালে সবসময় নুসরতের পাশে পাশে থেকেছেন তাঁর চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta)৷

তবে এই সময় নুসরতের পাশে থাকতে পারেননি তাঁর বোনুয়া মিমি চক্রবর্তী ৷ ওড়িশায় অরিন্দম শীলের 'খেলা যখন' ফিল্মের শ্যুটিং-এ ব্যস্ত তিনি ৷ তবে ব্যস্ততার মাঝেই সেখান থেকে নুসরত জাহানের পুত্রসন্তানের জন্মের খবর পান যাদবপুরের সাংসদ (TMC MP)৷ টুইটে মিমি লিখেছেন, "নুসরতকে অভিনন্দন ৷ তোমায় কাছে থেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ৷ অনেক ভালোবাসা ও আলিঙ্গন ৷"

আরও পড়ুন:Nusrat Jahan: মা হলেন নুসরত জাহান

একসময়ে সবসময় পাশাপাশি দেখা যেত দুই অভিনেত্রী নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে ৷ দু‘জনের হাত ধরাধরি করেই রাজনীতিতে আসা ৷ লোকসভা নির্বাচনে জয়ীও হন দুই বান্ধবী ৷ যাদবপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হন মিমি চক্রবর্তী এবং বসিরহাটের সাংসদ হিসেবে নির্বাচিত হন নুসরত জাহান ৷ একসঙ্গে দুই সখী পা রাখেন সংসদের নিম্নকক্ষে ৷ তুরস্কে নুসরত জাহান ও নিখিল জৈনের বৈবাহিক অনুষ্ঠানেও মধ্যমণি ছিলেন মিমি ৷

আরও পড়ুন: Nusrat Jahan: সাতসকালে হাসপাতাল থেকে ছবি পোস্ট, সন্তানের অপেক্ষায় নুসরত

কিন্তু এরপর তাঁদের সম্পর্কে চিড় ধরেছে বলে খবর রটে ৷ শোনা যায়, একে-অপরকে এড়িয়ে চলছেন দু'জন ৷ সন্তানসম্ভবা হওয়ার পর নুসরতের অপর দুই বান্ধবী তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) সঙ্গে তাঁকে পার্টি করতে দেখা গেলেও তাঁর পাশে দেখা যায়নি বোনুয়াকে ৷ যদিও পরে শোনা যায়, সেই সময়েও নুসরতের যথেষ্ট খেয়াল রেখেছেন মিমি ৷ বোনুয়ার জন্য তিনি খাবার করে পাঠিয়েছেন, খবরাখবর নিয়েছেন ৷ অগস্টের শুরুর দিকে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলে মিমিও বুঝিয়ে দেন যে তাঁদের সম্পর্ক অটুটই রয়েছে ৷ মিমি বলেন, "নুসরত মা হবেন ৷ একটি মেয়ের জীবনে এটা তাঁর সেরা সময় ৷ এই সময়ে আমি ওর পাশে থাকব না-তো কে থাকবে ?" দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলেই তাঁদের সম্পর্ক শেষ হয়ে যায় না বলেও জানান মিমি ৷ আজ নুসরতের মা হওয়ার খবরেও তিনি যে আপ্লুত তা স্পষ্ট মিমির টুইটে ৷

আরও পড়ুন:বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

ABOUT THE AUTHOR

...view details