পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Nusrat Jahan : আজ রাতেই হাসপাতালে ভর্তি হতে পারেন নুসরত - আজ রাতেই হাসপাতালে ভর্তি হতে পারেন নুসরত

চলতি সপ্তাহে নুসরতের ঘরে খুদে সদস্যের আগমন হতে চলেছে বলে জানা যাচ্ছে ৷ তাই আজ সকাল থেকেই একটা জোর গুঞ্জন উঠেছিল যে, বয়ফ্রেন্ড যশকে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হতে গিয়েছেন নুসরত ৷ কিন্তু, খবর কতটা সত্যি তা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল ৷ আর এখন শোনা যাচ্ছে, আজই রাতে হাসপাতালে ভর্তি হবেন নুসরত ৷

নুসরত জাহান
নুসরত জাহান

By

Published : Aug 25, 2021, 8:16 PM IST

কলকাতা, 25 অগস্ট : মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই টক অফ দ্য টাউন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷ ইন্সটাগ্রামে তাঁর একের পর এক পোস্টে ট্রোলড হয়েছেন ৷ সন্তানের পিতৃপরিচয় নিয়ে বাঁকা কথা শুনতে হয়েছে অভিনেত্রীকে ৷ এই মুহূর্তে আরও একটা বিষয়ে নুসরতকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ৷ তিনি নাকি আজ সকালেই হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন ৷ খবরের সত্যতা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করেছেন ৷ তবে জানা যাচ্ছে, অভিনেত্রী সকালে হাসপাতালে ভর্তি হননি ৷ বরং আজ রাতে হাসপাতালে ভর্তি হতে পারেন তিনি ৷

চলতি সপ্তাহে নুসরতের ঘরে খুদে সদস্যের আগমন হতে চলেছে বলে জানা যাচ্ছে ৷ তাই আজ সকাল থেকেই একটা জোর গুঞ্জন উঠেছিল যে, বয়ফ্রেন্ড যশকে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হতে গিয়েছেন নুসরত ৷ কিন্তু, খবর কতটা সত্যি তা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল ৷ আর এখন শোনা যাচ্ছে, আজই রাতে হাসপাতালে ভর্তি হবেন নুসরত ৷

আরও পড়ুন,Nusrat Jahan: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত

সন্তানসম্ভবা হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে যতই কাদা ছোড়াছুড়ি হোক, সে সবে কান দেননি নুসরত জাহান ৷ সোশ্যাল মিডিয়ায় কখনও শ্যুটিং-এর ছবি, কখনও বাগান পরিচর্যার ছবি আবার কখনও বুদ্ধের বাণী পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে ৷ এসব নিয়ে ট্রোলড হলেও কারও কথা গায়ে মাখেননি তিনি ৷ চোখে মুখে মাতৃত্বের জেল্লা নজর কেড়েছে ৷ যশ দাশগুপ্তের সঙ্গে কখনও লাঞ্চ, কখনও ডিনারে যেতে দেখা গিয়েছে ৷ কোনও কথা গায়ে না মেখে তিনি চুটিয়ে মাতৃত্বকে উপভোগ করেছেন ৷ এখন তাঁর ঘরে খুদে সদস্যের আগমন সময়ের অপেক্ষা ৷

ABOUT THE AUTHOR

...view details