পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Prosenjit Chatterjee: বুম্বাদার জন্মদিনে বহরমপুরের বাড়িতে কেক কাটতেন ঐন্দ্রিলা

আজ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) জন্মদিন ৷ 59-এ পা দিলেন বুম্বাদা ৷ তাঁর জন্মদিনে পুরনো স্মৃতি ভাগ করে নিলেন তাঁরই এক ভক্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। জানালেন, একসময়ে তাঁর বহরমপুরের বাড়িতে তিনি বুম্বাদার জন্মদিন পালন করতেন ৷

actress-aindrila-sharma-used-to-celebrate-prosenjit-chatterjees-birthday-in-murshidabad
বুম্বাদার জন্মদিনে বহরমপুরের বাড়িতে কেক কাটতেন ঐন্দ্রিলা

By

Published : Sep 30, 2021, 6:14 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: তিনি ইন্ডাস্ট্রির বুম্বাদা । দর্শকের কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তাঁর কাজ, সময়ানুবর্তিতা এবং সকলের সঙ্গে অমায়িক ব্যবহার তাঁকে অনন্যতা দান করেছে । সেই বুম্বদার আজ জন্মদিন ।

59-এ পা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বয়স যা'ই হোক, মনে-প্রাণে তিনি চিরযুবা । এই বয়সেও একের পর এক ছবিতে নিজের স্বাক্ষর রাখছেন অভিনেতা । কিছুদিনের মধ্যেই শুরু হবে জিৎ প্রযোজিত ছবির কাজ । এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় । বুম্বাদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেন রানিমা । একথা নিজের মুখেই তিনি জানিয়েছেন ইটিভি ভারতকে ।

এমন কথা আরও বহু অভিনেতা-অভিনেত্রীর মুখেই শোনা গিয়েছে নানা সময়ে ৷ সবাই বলেছেন, তাঁরা টলি বাদশা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ধন্য । দর্শক তো বটেই, ইন্ডাস্ট্রির ভিতরেও তিনি অনেকের ক্রাশ । প্রচুর ফ্যান ফলোয়ার তাঁর । তাঁদের মধ্যেই একজন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ ঐন্দ্রিলা । একের পর এক ধারাবাহিকে দক্ষতার সঙ্গে অভিনয় করে নিজের জমি তৈরি করেছেন বহরমপুরের এই কন্যা । শরীরে তাঁর কঠিন রোগ বাসা বেঁধেছে । তাতেও থেমে নেই তিনি । মনের জোরে করছেন বাজিমাত । ঐন্দ্রিলা একবার জানিয়েছিলেন বুম্বাদাকে ঘিরে নিজের অনুভূতির কথা ।

বুম্বাদার সঙ্গে ঐন্দ্রিলা

আরও পড়ুন:Rachana Banerjee: মিথ্যে গল্পে মনোরঞ্জন ? রচনার দিদি নম্বর ওয়ান বন্ধের দাবি নেটিজেনদের

আজ অভিনেতার জন্মদিনে ঐন্দ্রিলা জানালেন, "যে দিন থেকে ফিল্ম দেখা শিখেছি, সে দিন থেকে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভালবাসি । ওঁর পেপার কাটিং রাখতাম । আজও আছে বহরপমপুরের বাড়িতে । পোস্ট কার্ড কিনতাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের । তখন এটারই চল ছিল । ওঁর জন্মদিনে নিজেই বহরমপুরের বাড়িতে কেক এনে কাটতাম । বাড়িতে খাওয়া-দাওয়া হত । সে এক এলাহি ব্যাপার ছিল । আমার বাবা-মাও আমার সেই ভাললাগাকে প্রশ্রয় দিতেন । সোশ্যাল মিডিয়া আসার পর প্রতি বছর ছবি দিয়ে পোস্ট করতাম । এখন অসুস্থতার কারণে আর দেওয়া হয় না । তবু মনে মনে বুম্বাদাকে অনেক শুভেচ্ছা জানাই । একদিন নয়, প্রতিদিন দাদার ভাল চাই । আজও জানাই শুভ জন্মদিন । ভাল থেকো দাদা ।"

আরও পড়ুন: Shweta Tiwari : হাসপাতালে ভর্তি শ্বেতা, দ্রুত আরোগ্য কামনা প্রাক্তন স্বামীর

বুম্বাদার জন্মদিনে আমাদের তরফেও রইল অনেক শুভেচ্ছা ।

আরও পড়ুন:Rhea Chakraborty: বিগ বস 15-এর প্রতিযোগী হতে কত টাকা নিচ্ছেন রিয়া ?

ABOUT THE AUTHOR

...view details