কলকাতা, 30 সেপ্টেম্বর: তিনি ইন্ডাস্ট্রির বুম্বাদা । দর্শকের কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তাঁর কাজ, সময়ানুবর্তিতা এবং সকলের সঙ্গে অমায়িক ব্যবহার তাঁকে অনন্যতা দান করেছে । সেই বুম্বদার আজ জন্মদিন ।
59-এ পা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বয়স যা'ই হোক, মনে-প্রাণে তিনি চিরযুবা । এই বয়সেও একের পর এক ছবিতে নিজের স্বাক্ষর রাখছেন অভিনেতা । কিছুদিনের মধ্যেই শুরু হবে জিৎ প্রযোজিত ছবির কাজ । এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় । বুম্বাদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেন রানিমা । একথা নিজের মুখেই তিনি জানিয়েছেন ইটিভি ভারতকে ।
এমন কথা আরও বহু অভিনেতা-অভিনেত্রীর মুখেই শোনা গিয়েছে নানা সময়ে ৷ সবাই বলেছেন, তাঁরা টলি বাদশা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ধন্য । দর্শক তো বটেই, ইন্ডাস্ট্রির ভিতরেও তিনি অনেকের ক্রাশ । প্রচুর ফ্যান ফলোয়ার তাঁর । তাঁদের মধ্যেই একজন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ ঐন্দ্রিলা । একের পর এক ধারাবাহিকে দক্ষতার সঙ্গে অভিনয় করে নিজের জমি তৈরি করেছেন বহরমপুরের এই কন্যা । শরীরে তাঁর কঠিন রোগ বাসা বেঁধেছে । তাতেও থেমে নেই তিনি । মনের জোরে করছেন বাজিমাত । ঐন্দ্রিলা একবার জানিয়েছিলেন বুম্বাদাকে ঘিরে নিজের অনুভূতির কথা ।
আরও পড়ুন:Rachana Banerjee: মিথ্যে গল্পে মনোরঞ্জন ? রচনার দিদি নম্বর ওয়ান বন্ধের দাবি নেটিজেনদের