পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোভিড সংকটে মানুষের পাশে বিবেক ওবেরয়, দান 25 লাখ টাকা - বিবেক ওবেরয়

কোভিড পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে 25 লাখ টাকা দান করলেন বিবেক ওবেরয় (Vivek Oberoi) ৷ এ ছাড়াও পিছিয়ে পড়া শিশুদের সাহায্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি ৷

actor vivek-oberoi-steps-up-to-boost-covid-relief-efforts-contributes-to-fundraiser
কোভিড সংকটে মানুষের পাশে বিবেক ওবেরয়, দান 25 লাখ টাকা

By

Published : Jun 3, 2021, 7:30 PM IST

নয়াদিল্লি, 3 জুন: কোভিড (Covid Relief) সংকটের সময়ে মানুষের পাশে এসে দাঁড়ালেন বলিউডের অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoi) ৷ একটি ফান্ডরেইজারকে 25 লাখ টাকা দান করেছেন তিনি ৷

অভিনেতা জানিয়েছেন, "করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব ৷ 'আই অ্যাম অক্সিজেন ম্যান' উদ্যোগের দ্বারা আমরা যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছি ৷ ইতিমধ্যেই আমরা দিল্লিতে 200 আসনের একটি ফ্রি কোভিড হাসপাতাল চালাচ্ছি ৷ গত কয়েক সপ্তাহে এটি কয়েক হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ের জন্য তৈরি থাকাই এখন দেশের লক্ষ্য হওয়া উচিত ৷"

বিবেক আরও বলেন, "আমার তরফ থেকে যেটুকু সম্ভব আমি দিয়েছি ৷ অনুদান সংগ্রহ করে মিরাকল করছেন ডা. বিবেক বিন্দ্রা ও তাঁর টিম ৷ ইন্ডাস্ট্রিতে আমার আরও অনেক বন্ধু সাহায্যে এগিয়ে এসেছেন ৷ সবাই একজোট হয়ে দাঁড়ালে নিশ্চয়ই আমরা সব বাধা পেরোতে পারব ৷" ডা. বিন্দ্রাই জানিয়েছেন যে, বিবেক ওবেরয় কোভিড সাহায্যার্থে 25 লাখ টাকা দান করেছেন ৷

আরও পড়ুন:48তম বিবাহবার্ষিকী, বিয়ের অ্যালবামে চোখ অমিতাভের

এ ছাড়াও শতাধিক গরিব বাচ্চার বিনামূল্যে হার্টের অপারেশনের ব্যবস্থা করেছেন বিবেক ওবেরয় ৷ প্রায় আড়াই লাখ পিছিয়ে পড়া শিশুকে ক্যান্সার থেকে রক্ষা করেছেন তিনি ৷ তাঁর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই ৷

ABOUT THE AUTHOR

...view details