কলকাতা : বন্দী দশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেতা বিক্রম চ্যাটার্জির । লকডাউনের জেরে মুম্বইতে গিয়ে আটকে পড়েছিলেন তিনি । লকডাউন শিথিল হওয়ার পর কলকাতায় ফেরেন । হোম কোয়ারানটিনে থাকার পর 'তানসেনের তানপুরা' ওয়েব সিরিজ়ের পোস্ট প্রোডাকশন ও ডাবিংয়ের কাজ শেষ করেন । ওয়েব সিরিজ়টি মুক্তিও পায় । তারপর ফের বাড়িতে আটকে পড়েছেন বিক্রম ।
দক্ষিণ কলকাতার কসবার সুইনহো লেনে বাড়ি বিক্রমের । সম্প্রতি সুইনহো লেনকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । গতকালই সিল করে দেওয়া হয়েছে বিক্রমের বাড়ির রাস্তা। অভিনেতার সঙ্গে এখন ওই বাড়িতে রয়েছেন তাঁর বাবা, মা, ছোটো বোন ও 4টি সারমেয় । সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন বিক্রম । তবে সুইনহো লেনে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 29 জন । 7 দিনের জন্য সিল করা হয়েছে এলাকা ।