পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফের গৃহবন্দী বিক্রম চ্যাটার্জি - actor tollywood

সম্প্রতি কলকাতার সুইনহো লেনকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । গতকালই সিল করে দেওয়া হয়েছে বিক্রমের বাড়ির রাস্তা । আর সেই কারণে এখন পরিবারের সঙ্গে গৃহবন্দী অভিনেতা ।

asd
asd

By

Published : Jul 10, 2020, 8:02 PM IST

Updated : Jul 13, 2020, 1:38 PM IST

কলকাতা : বন্দী দশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেতা বিক্রম চ্যাটার্জির । লকডাউনের জেরে মুম্বইতে গিয়ে আটকে পড়েছিলেন তিনি । লকডাউন শিথিল হওয়ার পর কলকাতায় ফেরেন । হোম কোয়ারানটিনে থাকার পর 'তানসেনের তানপুরা' ওয়েব সিরিজ়ের পোস্ট প্রোডাকশন ও ডাবিংয়ের কাজ শেষ করেন । ওয়েব সিরিজ়টি মুক্তিও পায় । তারপর ফের বাড়িতে আটকে পড়েছেন বিক্রম ।

দক্ষিণ কলকাতার কসবার সুইনহো লেনে বাড়ি বিক্রমের । সম্প্রতি সুইনহো লেনকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । গতকালই সিল করে দেওয়া হয়েছে বিক্রমের বাড়ির রাস্তা। অভিনেতার সঙ্গে এখন ওই বাড়িতে রয়েছেন তাঁর বাবা, মা, ছোটো বোন ও 4টি সারমেয় । সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন বিক্রম । তবে সুইনহো লেনে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 29 জন । 7 দিনের জন্য সিল করা হয়েছে এলাকা ।

কলকাতার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিক্রম বলেন, "আমি তো দেখলাম কয়েকদিন মানুষের কোনও চিন্তাই নেই । সবাই এখনও মাস্ক পরাটা অভ্যেসে পরিণত করতে পারেনি । এটা শুধু এই জায়গাটা নয়, সারা বিশ্বে সমস্যা হচ্ছে । যতদিন না একটা ভ্যাকসিন বেরোবে, ততদিন এই সমস্যা মেটানো সম্ভব নয় । আমরা যদি সুরক্ষাবিধি মেনে চলি, তবেই সুরাহা মিলতে পারে । সরকার জানে কোন জায়গাগুলোতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেশি । সেই মতোই পদক্ষেপ করছে ।"

কসবাতে বিক্রমের বাড়ির থেকে কিছু দূরেই রয়েছে অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী সৌরসেনী মৈত্রর বাড়ি । তাঁদের এলাকা এখনও সিল করা হয়নি । যদিও বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরাও ।

Last Updated : Jul 13, 2020, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details