পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সংকটমোচন সোনু, জুনেই অন্ধ্রের 2 হাসপাতালে খুলছেন অক্সিজেন প্ল্যান্ট

আবারও সংকটমোচনের ভূমিকায় অভিনেতা সোনু সুদ ৷ তাঁর উদ্যোগে অন্ধ্রপ্রদেশের দুটি হাসপাতালে চালু হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট ৷

Actor Sonu Sood to set up oxygen plants at Kurnool and Nellore hospitals in June
সংকটমোচন সোনু, জুনেই অন্ধ্রের 2 হাসপাতালে খুলছেন অক্সিজেন প্ল্যান্ট

By

Published : May 23, 2021, 4:20 PM IST

মুম্বই, 23মে :নিজে করোনাকে জয় করে সেরে উঠেছেন ৷ তবে অসুস্থ থাকাকালীনও তিনি চুপ করে বসে ছিলেন না ৷ আজও নেই ৷ কোভিড সংকটে আবারও ত্রাতার ভূমিকায় বলিউডের অভিনেতা সোনু সুদ ৷ অবিরাম কিছু না কিছু করে চলেছেন ৷ দেশজুড়ে যখন মেডিক্যাল অক্সিজেনের ঘোরতর সংকট দেখা দিয়েছে, তখনই আবারও সংকটমোচন হিসেবে সামনে দাঁড়িয়ে লড়াই চালাচ্ছেন তিনি ৷ অন্ধ্রপ্রদেশের কুর্নুল ও নেল্লোরের দুটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করছেন সোনু ৷

করোনাভাইরাসের প্রথম ঢেউ আছড়ে পড়ার পর গরিবের মসীহা হয়ে উঠেছিলেন সোনু সুদ ৷ এখনও তিনি বাস্তবের হিরো ৷ কুর্নুল সরকারি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে তিনি ও তাঁর টিম একটি অক্সিজেন প্ল্যান্ট শুরু করতে চলেছে ৷ আত্মাকুরের জেলা হাসপাতালেও তিনি একই উদ্যোগ নিয়েছেন ৷ দুটি হাসপাতালের ছবি টুইট করেছেন অভিনেতা নিজেই ৷ ক্যাপশনে লিখেছেন, "খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আগামী জুন মাসে আমার অক্সিজেন প্ল্যান্টের প্রথম সেট কুর্নুল সরকারি হাসপাতাল ও নেল্লোরের আত্মাকুর জেলা হাসপাতালে তৈরি হবে ৷ অন্যান্য যে সব রাজ্যে প্রয়োজন সেখানেও আরও অক্সিজেন প্ল্যান্ট তৈরি করব ৷ গ্রামীণ ভারতকে সাহায্য করার সময় এসেছে ৷"

আরও পড়ুন:নীমাচে খাদ্য় সামগ্রী বিতরণ করল সোনু সুদের ফাউন্ডেশন

সম্প্রতি সোনু সুদ ও তাঁর দল বেঙ্গালুরু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে 20-22 জন কোভিড রোগীর জীবন বাঁচিয়েছিল ৷ এআরএকে হাসপাতালে অক্সিজেনের প্রয়োজন বলে জানিয়ে পুলিশের এক আধিকারিক জরুরি ভিত্তিতে ফোন করেছিলেন সোনু সুদ চ্যারিটি ফাউন্ডেশনের কর্নাটকের দলকে ৷ এরপরই 16 টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে ওই সংস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details