পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অসুস্থ অভিনেতা, অক্ষয়-অমিতাভের থেকে সাহায্য চাইল CINTAA - অসুস্থ অভিনেতা

COPD বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ়ে আক্রান্ত অভিনেতা শিব কুমার বর্মা । ভরতি ভেন্টিলেটরে । এই অবস্থায় বলিউডের একাধিক তারকার থেকে আর্থিক সাহায্য চাইল সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশন বা CINTAA ।

Actor sick CINTAA seeks help
Actor sick CINTAA seeks help

By

Published : Dec 3, 2020, 12:02 PM IST

মুম্বই : গুরুতর অসুস্থ অভিনেতা শিব কুমার বর্মা । COPD বা শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তাঁকে এক বেসরকারি হাসপাতালের ভেন্টিলেটরে রাখা হয়েছে । কোরোনা হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না । এই অবস্থায় বলিউডের একাধিক তারকার কাছ থেকে আর্থিক সাহায্য চাইল CINTAA ।

CINTAA-র সদস্য অমিত বহল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, খবরটি শোনা মাত্রই পঞ্চাশ হাজার টাকা পাঠানো হয়েছে শিল্পীকে । CINTAA-র নিয়ম অনুযায়ী এটা করা বাধ্যতামূলক ।

তবে আরও অনেক টাকা লাগবে বলে অনুমান CINTAA-র । তাই আগে থেকেই একটু একটু টাকা জমানোর চেষ্টা করছেন তাঁরা । বলিউডের একাধিক তারকাদের ট্যাগ করে টুইটারে পোস্ট করেছে এই সংস্থা । অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সলমন খান, অনিল কাপুর, বিদ্যা বালান, সানি দেওলের মতো অনেকের কাছেই আর্থিক সাহায্য চাওয়া হয়েছে ।

দেখে নিন সেই টুইট..

COPD ছাড়া আরও বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে শিব কুমারের । কোরোনা হওয়ারও একটা আশঙ্কা রয়েছে । তাই রিপোর্ট আসার আগেই টাকা জোগাড় করার চেষ্টা করছে CINTAA ।

ABOUT THE AUTHOR

...view details