কলকাতা, 19 এপ্রিল: সারাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস । সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি একে একে আক্রান্ত হচ্ছেন অনেকেই । এ বার কোভিড পজ়িটিভ হলেন শান্তিলাল মুখোপাধ্যায় ছেলে অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় । করোনাকে রুখতে অবিলম্বে রাজনৈতিক জনসভা বন্ধ রাখার আর্জি জানিয়েছেন তিনি ৷
ঋতব্রত তাঁর কোভিড পজ়িটিভ হওয়ার খবর জানানোর পাশাপাশি এটাও জানিয়েছেন যে, তাঁর বাড়ির সকলে সুস্থ রয়েছেন ৷ বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীদের কাছে তিনি অনুরোধ করেছেন, করোনা পরিস্থিতি কথা মাথায় রেখে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে মানুষের কথা ভেবে অবিলম্বে জমায়েত জনসভা বন্ধ করা হোক ।