পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

51তম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন রজনী - রজনীকান্ত

2019 সালের দাদাসাহেব ফালকে পুরস্কার যাচ্ছে থ্যালাইভার ঝুলিতে ৷ রজনীকান্তের নাম 51তম দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বলে ঘোষণা করলেন প্রকাশ জাওড়েকর ৷

actor Rajinikanth to be honoured with 51st Dadasaheb Phalke Award
51তম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন রজনী

By

Published : Apr 1, 2021, 10:39 AM IST

Updated : Apr 1, 2021, 11:42 AM IST

নয়াদিল্লি, 1 এপ্রিল:51তম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত ৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর এ কথা ঘোষণা করেছেন ৷

কেন্দ্রীয় তথ্য ও সম্পচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর আজ জানান, "আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, 2019 সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ভারতীয় সিনেমার ইতিহাসে মহানতম অভিনেতা রজনীকান্ত ৷ অভিনয়, প্রযোজনা ও চিত্রনাট্যে তাঁর অবদান অনন্য ৷ ' জাওড়েকর আরও বলেছেন, "প্রতি বছর ফিল্মের একজন ব্যক্তিত্বকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেয় ভারত ৷ এ বছর জুরি সদস্যরা এই নাম বেছে নিয়েছেন ৷ চলতি বছর জুরি সদস্যদের মধ্যে ছিলেন আশা ভোঁসলে, মোহনলাল, বিশ্বজিত্ চট্টোপাধ্যায়, শঙ্কর মহাদেবন ও সুভাষ ঘাই ৷ পাঁচজন জুরি নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে রজনীকান্তের নাম মনোনয়নে ঐক্যমত্য হন ৷"

আরও পড়ুন:রাজনীতিতে যোগ দেওয়ার অনুরোধ করে কষ্ট দেবেন না, অনুরাগীদের অনুরোধ রজনীকান্তের

থ্যালাইভার ভূয়সী প্রশংসা করে জাওড়েকর বলেছেন, "গত 50 বছর ধরে সিনে ওয়ার্ল্ডে সূর্যের মতো উজ্জ্বল রজনীকান্ত ৷ তাঁর প্রতিভা, কঠোর পরিশ্রম ও দায়বদ্ধতার জন্য তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ৷"

2018 সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন 70 বছরের রজনীকান্তের ঘনিষ্ঠ বন্ধু তথা বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন ৷ 1975 সালে তামিল ফিল্ম অপূর্বা রগনগাল ফিল্মে অভিষেক ঘটে থ্যালাইভার ৷ বিল্লু, মুথু, বাশা, শিবাজি ও এনথিরান-সহ বহু সুপারহিট ফিল্মে অভিনয় করেছেন তিনি ৷ হাম ও চালবাজ়ের মতো বহু বলিউডি ফিল্মেও তাঁর অবদান রয়েছে ৷ 2018 সালে কালা ও 2.0, 2019 সালে পেট্টা ও গত বছর দরবারেও নজর কেড়েছেন রজনীকান্ত ৷ তাঁর পরবর্তী ফিল্ম আন্নাত্থে ৷

Last Updated : Apr 1, 2021, 11:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details