পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুন লুকে প্রসেনজিৎ - নতুন লুক

নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রসেনজিৎ । এই নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি । দীর্ঘদিন পর অভিনেতাকে লতুন লুকে দেখে খুশি তাঁর ভক্তরাও ।

prosenjit chatterjee in new look, নতুন লুকে প্রসেনজিৎ
নতুন লুকে প্রসেনজিৎ

By

Published : Mar 23, 2021, 7:13 PM IST

কলকাতা , 23 মার্চ : এবার নতুন লুকে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে । কিছুদিন আগেই মুম্বই গিয়েছিলেন অভিনেতা । মুম্বই সফরে গিয়ে কাজের ফাঁকে নিজের জন্যও কিছুটা সময় বের করে নিয়েছিলেন নায়ক । সেখানকার বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে থেকে বদলে নিলেন নিজের হেয়ার স্টাইল । আর তাতেই পাল্টে গিয়েছে নায়কের লুক । নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রসেনজিৎ ।

স্বাস্থ্য সচেতন প্রসেনজিৎকে করোনার সময় খুব একটা বেরতে দেখা যায়নি । কার্যত নিজেকে আড়লেই রেখেছিলেন অভিনেতা । এরপর এই নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি । দীর্ঘদিন পর অভিনেতাকে লতুন লুকে দেখে খুশি তাঁর ভক্তরাও ।

আরও পড়ুন :জাতীয় পুরস্কারের আসরে সেরা বাংলা ছবি সৃজিতের গুমনামী

67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতে নিল ‘গুমনামী’৷ এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । অন্যদিকে সেরা আবহ সঙ্গীতের জন্য পুরস্কার পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র' । তাঁর অভিনীত দুটি ছবি পুরস্কার পাওয়ায় খুশি প্রসেনজিৎ ।

প্রসঙ্গত বেশ কিছুদিন আগে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন । যদিও পরে নায়ক নিজেই টুইট করে জানান এই রটনা ভিত্তিহীন ।

ABOUT THE AUTHOR

...view details