পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কন্ডোমের নিষিদ্ধ বিজ্ঞাপনের হট ছবি পোস্ট পূজা বেদির, কেন ?

1991 সালে তাঁর কন্ডোমের একটি বিজ্ঞাপন নিষিদ্ধ করেছিল দূরদর্শন ৷ সেই বিজ্ঞাপনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ইন্টারনেটে উত্তাপ ছড়ালেন পূজা বেদি ৷

By

Published : Mar 21, 2021, 11:28 AM IST

actor-pooja-bedi-shares-bold-photos-with-model-marc-robinson-from-banned-condom-ad-of-the-90s
কন্ডোমের নিষিদ্ধ বিজ্ঞাপনের হট ছবি পোস্ট পূজা বেদির

মুম্বই, 21 মার্চ:পুরনো স্মৃতি তাজা করে ইন্টারনেটে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী পূজা বেদি ৷ 1991 সালে তাঁর একটি বিতর্কিত বিজ্ঞাপনের ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন তিনি ৷ কামসুত্র কন্ডোমের সেই বিজ্ঞাপনের সম্প্রচার নিষিদ্ধ করেছিল দূরদর্শন ৷

টিভিতে কন্ডোমের বিজ্ঞাপন আজকের দিনে অনেক বেশি সাহসী ৷ তবে নব্বইয়ের দশকে এ ধরনের বিজ্ঞাপনে এমন খোলাখুলি আবেদন ছিল না ৷ বরং রাখঢাক করেই বিজ্ঞাপন তৈরি করা হত ৷ তবে সেই ধারার বিপরীতে হাঁটে 1991 সালের একটি বিজ্ঞাপন ৷ কামসূত্র কন্ডোমের বিজ্ঞাপনে দৃপ্ত ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দেন অভিনেত্রী পূজা বেদি ও সুপারমডেল মার্ক রবিনসন ৷ সেই বিজ্ঞাপন সম্প্রচারিত হতেই স্বাভাবিকভাবে তা চলে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ বিতর্ক থামাতে বিজ্ঞাপনটি নিষিদ্ধ ঘোষণা করে দূরদর্শন ৷ যদিও পরে কেবল টিভিতে সম্প্রচারিত হত আলিক পাদামসি পরিচালিত সেই বিজ্ঞাপন ৷

সেই বিতর্কিত বিজ্ঞাপনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন পূজা ৷ ক্যাপশনে লিখেছেন, "1991 সালে প্রয়াত প্রবুদ্ধ দাশগুপ্তের কামসূত্র কন্ডোমের বিজ্ঞাপনে আমার শ্যুটিং-এর কয়েকটি দুরন্ত ছবি ৷"

এর আগে একটি সাক্ষাত্কারে পূজা এই বিজ্ঞাপন প্রসঙ্গে বলেছিলেন, "আমরা গোয়ায় এই বিজ্ঞাপনের শ্যুট করেছিলাম ৷ সই করার সময় আমায় বলা হয়েছিল, আমি শাওয়ারের নীচে থাকব আর নৌকায় থাকবেন মার্ক রবিনসন ৷ তবে আমি স্টুডিয়োয় গিয়ে মার্ককে দেখে জিজ্ঞেস করি তিনি সেখানে কী করছেন ? তখন জানতে পারি যে, শাওয়ারের নীচে মার্কও থাকবে ৷ আমাকে হ্য়ান্ড শাওয়ার ব্যবহার করতে বলা হয় ৷"

আরও পড়ুন:"ওরাও মানুষ, ওদেরও দুঃখ হয়", পুরুষদের অধিকার নিয়েও সওয়াল পূজার

তবে মার্ক রবিনসনকে ছোঁয়ায় আপত্তি জানিয়েছিলেন পূজা ৷ তিনি বলেন, "আমি পরে আরও স্তম্ভিত হয়ে যাই, যখন আমায় বলা হয় মার্কের পিঠে আঁকড়ে ধরতে ৷ আমি বলে দিই, এটা করতে পারব না ৷ মার্ক রবিনসনকে ছোঁব না বলে জানিয়ে দিই ৷ বিজ্ঞাপনে যে হাতটা মার্ককে পিঠ থেকে আঁকড়ে ধরেছিল, সেটা আমার নয়, আমার মেক-আপ আর্টিস্টের ছিল ৷ এমন ভাবে ওটা শ্যুট করা হয়, যাতে মনে হয় ওটা আমার ৷ যদিও পরে আমরা যে বিজ্ঞাপনগুলি করেছি, তাতে আমি মার্ককে ছুঁয়েছি ৷"

ABOUT THE AUTHOR

...view details