মুম্বই, 21 মার্চ:পুরনো স্মৃতি তাজা করে ইন্টারনেটে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী পূজা বেদি ৷ 1991 সালে তাঁর একটি বিতর্কিত বিজ্ঞাপনের ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন তিনি ৷ কামসুত্র কন্ডোমের সেই বিজ্ঞাপনের সম্প্রচার নিষিদ্ধ করেছিল দূরদর্শন ৷
টিভিতে কন্ডোমের বিজ্ঞাপন আজকের দিনে অনেক বেশি সাহসী ৷ তবে নব্বইয়ের দশকে এ ধরনের বিজ্ঞাপনে এমন খোলাখুলি আবেদন ছিল না ৷ বরং রাখঢাক করেই বিজ্ঞাপন তৈরি করা হত ৷ তবে সেই ধারার বিপরীতে হাঁটে 1991 সালের একটি বিজ্ঞাপন ৷ কামসূত্র কন্ডোমের বিজ্ঞাপনে দৃপ্ত ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দেন অভিনেত্রী পূজা বেদি ও সুপারমডেল মার্ক রবিনসন ৷ সেই বিজ্ঞাপন সম্প্রচারিত হতেই স্বাভাবিকভাবে তা চলে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ বিতর্ক থামাতে বিজ্ঞাপনটি নিষিদ্ধ ঘোষণা করে দূরদর্শন ৷ যদিও পরে কেবল টিভিতে সম্প্রচারিত হত আলিক পাদামসি পরিচালিত সেই বিজ্ঞাপন ৷
সেই বিতর্কিত বিজ্ঞাপনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন পূজা ৷ ক্যাপশনে লিখেছেন, "1991 সালে প্রয়াত প্রবুদ্ধ দাশগুপ্তের কামসূত্র কন্ডোমের বিজ্ঞাপনে আমার শ্যুটিং-এর কয়েকটি দুরন্ত ছবি ৷"