কলকাতা, 22 এপ্রিল :বলিউডের পর এবার করোনা থাবা বসাল টলিউডেও ৷ ইতিমধ্যই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বহু টলিউডের কলাকুশলীরা ৷ কিছু দিন আগেই খবর মিলেছে করোনা আক্রান্ত হয়েছেন জিৎ ৷ করোনা আক্রান্ত হবার পর সোশ্যাল মিডিয়ায় সেই খবর দিয়েছেন শুভশ্রী নিজেই ৷ এবার করোনা আক্রান্ত হলেন কৌশিক সেন এবং তাঁর স্ত্রী রেশমি সেন ৷
বৃহস্পতিবার কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন জানালেন, তাঁর বাবা-মা দুজনেই একসঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৷ এবং তাঁরা এই মুহূর্তে হোম আইসোলেশনে আছেন ৷ তাঁদের পরিস্থিতি আপাতত স্থিতিশীল ৷ উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছেন ঋদ্ধি ৷
জানা গিয়েছে, কৌশিক সেনের লেখা একটি নাটক একটি দল মঞ্চস্থ করছে ৷ তারই কিছু সংশোধনের কাজে ওই দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কৌশিক সেন ৷ পরিবারের ধারনা, সেখান থেকেই তিনি কোনওভাবে সংক্রমিত হয়েছেন ৷ এবং অভিনেতার থেকেই সংক্রমিত হয়েছেন রেশমি সেন ৷
বাবা-মায়ের সংক্রমণের কথা জানানোর সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারের উপর ক্ষোভ উগরে দেন ঋদ্ধি ৷ তিনি বলেন, ‘‘দেশের চিকিৎসা ব্যবস্থা নড়বড়ে হওয়া সত্তেও কেন্দ্রীয় সকরার সেদিকে নজর দিচ্ছে না ৷ পরিবর্তে বিপুল খরচ করে মন্দির বানাচ্ছে ৷ বিদেশ সফরে যাচ্ছে ৷ এই পরিস্থিতিতেও মিটিং-মিছিল চালিয়ে যাচ্ছে তারা ৷’’
আরও পড়ুন :কোভিড পজ়িটিভ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান