পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Kartikey Tripathi acting in Mumbai: মুম্বইয়ে চুটিয়ে কাজ করছেন প্রসেনজিৎ প্রযোজিত সিরিজের কার্তিকে - অলৌকিক না লৌকিক

মুম্বইতে (Kartikey Tripathi acting in Mumbai) চুটিয়ে কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত সিরিজ 'অলৌকিক না লৌকিক'-এর কার্তিকে ত্রিপাঠি (Kartikey Tripathi news)৷

actor Kartikey Tripathi doing great job in mumbai, shares his experiences
মুম্বইতে চুটিয়ে কাজ করছেন প্রসেনজিৎ প্রযোজিত সিরিজের কার্তিকে

By

Published : Dec 23, 2021, 1:03 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর: কেরিয়ারের দশ বছর অতিক্রান্ত । কোন কাজে ব্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত 'অলৌকিক না লৌকিক' সিরিজের রজত, মানে কার্তিকে ত্রিপাঠি (Kartikey Tripathi news)? খোঁজ নিল ইটিভি ভারত ।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত 'অলৌকিক না লৌকিক' সিরিজের রজত চরিত্রটি নজর কেড়েছিল বাংলা টেলিভিশনে ৷ সেই রজত থুড়ি কার্তিকে ত্রিপাঠি শুধুই নিজেকে অভিনয়ে বেঁধে রাখেননি । আজ তিনি সমান ব্যস্ত চিত্রনাট্য আর সংলাপের লেখনীতে । একইসঙ্গে চুটিয়ে করছেন অভিনয় । মঞ্চ এবং পর্দা, দুই প্ল্যাটফর্মেই সাবলীল কার্তিকে ।

তাঁর কথায়, "দশ বছরের কেরিয়ারে এ বছর সবথেকে বেশি কাজ করলাম সম্ভবত । অভিনয়, সংলাপ লেখা, চিত্রনাট্য লেখা, দুটো ছবি, তিনটে ক্যাম্পেন, দু‘টো ওয়েব সিরিজ করলাম । ওয়েব সিরিজ দু‘টো রিলিজ হয়েছে । তিনটে ছবির সংলাপ লিখে ফেলেছি । তার মধ্যে দু‘টো পোস্ট প্রোডাকশনে আছে, পরের বছর হয়ত শুটিং । সেখানে আমাকে অভিনয়েও পাবেন দর্শক ।"

কয়েকটা কাজের উল্লেখ করা যায় ? কার্তিকে জানান, "কেন নয় ? সানি রায়ের পরিচালনায় চন্দন রায় সান্যাল আর ঋতুপর্ণা সেনগুপ্তর 'সল্ট'-এর সংলাপ, অর্জুন দত্ত'র শর্ট ফিল্ম 'বিরিয়ানি'র চিত্রনাট্য, সংলাপ আমি লিখেছি । আরেকটা স্ক্রিপ্ট-এর সংলাপও আমি লিখলাম ৷ নাম বলা যাবে না এখনই । বারণ আছে । এ ছাড়া তিনটে ক্যাম্পেন করলাম কর্পোরেট ফিল্মের জন্য । বিক্রম কোচারের সঙ্গে কাজ করলাম । জাতীয় স্তরের ক্যাম্পেনেও কাজ করলাম ।"

কার্তিকে ত্রিপাঠি

আরও পড়ুন:bengali serial Alta Foring : ধারাবাহিকের কেন্দ্রে এবার জিমন্যাস্টিকস, আসছে আলতা ফড়িং

কার্তিকে চুটিয়ে কাজ করছেন মুম্বইতে (Kartikey Tripathi in Hindi movie)। উল্লেখযোগ্য- শমিক সেনের 'নাকাব', সৌকর্য ঘোষালের ফিল্ম 'ওসিডি', অ্যামাজন প্রাইম ভিডিয়োর জন্য 'দ্য গার্ল' সহ একাধিক ক্যাম্পেনে দেখা গিয়েছে তাঁকে । পাশাপাশি অভিষেক বাগচির 'অন্তর্ধান', অভিনয় দেও-র 'মাই 11 টিভিসি' আছে তালিকায় । অনিরুদ্ধ রায়চৌধুরীর 'লস্ট'ও রয়েছে ।

কার্তিকের (Kartikey Tripathi acting in Mumbai) কি পরিচালনায় আসার ইচ্ছে আছে ? জানতে চাইলে অভিনেতা-লেখক জানান, "এখনই না । ইচ্ছে আছে । গল্পও আছে । জানি না কবে কী করতে পারব । তবে, যে গল্প আছে সে রকম গল্প নিয়ে অন্য কেউ এর মধ্যে ছবি না বানালে আমি বানাব । তবে, তার আগে নিজেকে অভিনেতা হিসেবে তৈরি করি । এই শহরের অনেকেই বলেছে, আমার নাকি এখানে কাজ টেনে নিয়ে যাওয়ার বুকের পাটা নেই । তাঁদেরকে একটু কাজটাজ দেখাই তারপর তো পরিচালনা ।"

মুম্বইতে চুটিয়ে কাজ করছেন প্রসেনজিৎ প্রযোজিত সিরিজের কার্তিকে

মুম্বইতেও কাজ করছ । এখানকার ইন্ডাস্ট্রির সঙ্গে পার্থক্য কী ? "মুম্বইয়ের সঙ্গে অনেক পার্থক্য এখানকার । সবথেকে বড় পার্থক্য এখানে টিডিএস মারে । ওখানে মারে না । এখানে এক ওটিটির মালিক আছেন আমার 15 হাজার টাকা মেরে বসে আছেন । ফোন, মেসেজ করেছিলাম জবাব দেননি । এরপর নিরুপায় হয়ে ফেসবুকে আপডেট দিতেই পাই সব পাওনাগণ্ডা । আমার মতো পেমেন্ট না পাওয়ার দলে আরও যারা ছিল, তাদের নাম নেওয়াতে তারাও টাকা পায় । সেই মালিকের নাম আমি বলব না । তবে, এটা বলব না যে কলকাতা আমায় ভালবাসে না । কলকাতায় যথেষ্ট ভালবাসা পাই । যেখানেই কাজ করতে যাই না কেন, বলতে গর্ব বোধ করি যে আমি "কলকাতার অভিনেতা"।

আরও পড়ুন:Bengali serial Sarbojaya: বদলে যাচ্ছে সর্বজয়ার ইমেজ, কী বলছে চৌধুরী পরিবার ?

মঞ্চে কার্তিকে

মুম্বইয়ের সঙ্গে এখানকার আরেকটা পার্থক্য হল, মুম্বইতে শুটিংয়ে যাওয়ার পর আগে বলে, ব্রেকফাস্ট করে নিন বা আগে লাঞ্চ করে নিন । তারপর আমরা মেক আপ করে কাজ করব । আর এখানে শুটিংয়ে পৌঁছলেই মেক আপ রুমে ঢুকিয়ে দেয় । ওখানে সময়মতো টাকাও পেয়ে যাই । পার্থক্য আছে অডিশনেও । ওখানে যে কাজই হোক তার জন্য অডিশন দিতে হয় । অন্তত আমি যে কটা কাজ করেছি, তার জন্য অডিশন দিতে হয়েছে আমায় । এখানে কটা অডিশন হয় বলো তো ? এই দশ বছরে সেভাবে অডিশনের খবর পেলাম কই ? এ বার আসি শুটিংয়ের কথায় । এখানে আগের দিন রাতে হয়ত বলে দিল পরদিন কলটাইম সকাল 9টা । প্রত্যুত্তরে কখন সিন জানতে চাইলে আর বলে না । বলে, আগে তো আসুন, তারপর দেখছি । এখানে একে অপরকে সম্মান দিতে জানে না । তবে, কাজ পাওয়া যায় না, এটা বলব না ।"

কার্তিকের সাফ কথা, "ইন্ডাস্ট্রিতে আমার বাবা, কাকা, দাদা কেউ নেই । যা করতে হবে নিজেকেই করতে হবে । তাই লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি । লড়তে প্রস্তুত আমি ।"

অভিনয়ে নিজেকে আরও পরিশীলিত করতে চান কার্তিকে । রইল শুভেচ্ছা ।

ABOUT THE AUTHOR

...view details