মুম্বই, 28 ফেব্রুয়ারি :ছবিতে দুই আনকোরা মুখ ৷ কোনও তথাকথিত স্টার নেই ৷ তা সত্ত্বেও অভিনয়, আর মন ছুঁয়ে যাওয়া গল্প ও গানের সৌজন্যে 2016 সালে আলোড়ন ফেলে দিয়েছিল রোম্যান্টিক ট্র্যাজেডি সিনেমা 'সনম তেরি কসম' ৷ হর্ষবর্ধন রানে এবং মাওরা হোকানের ট্র্যাজিক লাভ স্টোরি দেখে চোখে জল নিয়ে থিয়েটার ছেড়েছিলেন দর্শকরা ৷ এবার ছবিটির সিক্যুয়েল নিয়ে আসছেন নির্মাতারা ৷
প্রায় ছ'বছর পরে রোমান্টিক ড্রামা 'সনম তেরি কসম'-এর সিক্যুয়াল নিয়ে ফিরতে চলেছেন অভিনেতা হর্ষবর্ধন রানে (Harshvardhan is Coming in The Screen With Sanam Teri Kasam 2) ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই অনুরাগীদের উদ্দেশে আসন্ন প্রোজেক্টের কথা শেয়ার করলেন এই বলিতারকা ৷ 'সনম তেরি কসম' পরিচালনা করেছিলেন রাধিকা রাও এবং বিনয় সাপ্রু ৷ হর্ষবর্ধন রানের বিপরীতে অভিনয় করেছিলেন মাওরা হোকেনও ৷