পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sanam Teri Kasam 2: ছ'বছর পর আসছে 'সনম তেরি কসম'-এর সিক্যুয়াল - সনম তেরি কসম 2

ছ'বছর পর 'সনম তেরি কসম'-এর সিক্যুয়াল নিয়ে বড় পর্দায় আসছেন অভিনেতা হর্ষবর্ধন রানে (Harshvardhan is Coming in The Screen With Sanam Teri Kasam 2)৷ অনুরাগীদের উদ্দেশ্য়ে নিজেই একথা জানালেন অভিনেতা ৷

sanam teri kasam sequel
ছ'বছর পর আসছে 'সনম তেরি কসম'-এর সিক্যুয়াল

By

Published : Feb 28, 2022, 10:19 AM IST

মুম্বই, 28 ফেব্রুয়ারি :ছবিতে দুই আনকোরা মুখ ৷ কোনও তথাকথিত স্টার নেই ৷ তা সত্ত্বেও অভিনয়, আর মন ছুঁয়ে যাওয়া গল্প ও গানের সৌজন্যে 2016 সালে আলোড়ন ফেলে দিয়েছিল রোম্যান্টিক ট্র্যাজেডি সিনেমা 'সনম তেরি কসম' ৷ হর্ষবর্ধন রানে এবং মাওরা হোকানের ট্র্যাজিক লাভ স্টোরি দেখে চোখে জল নিয়ে থিয়েটার ছেড়েছিলেন দর্শকরা ৷ এবার ছবিটির সিক্যুয়েল নিয়ে আসছেন নির্মাতারা ৷

প্রায় ছ'বছর পরে রোমান্টিক ড্রামা 'সনম তেরি কসম'-এর সিক্যুয়াল নিয়ে ফিরতে চলেছেন অভিনেতা হর্ষবর্ধন রানে (Harshvardhan is Coming in The Screen With Sanam Teri Kasam 2) ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই অনুরাগীদের উদ্দেশে আসন্ন প্রোজেক্টের কথা শেয়ার করলেন এই বলিতারকা ৷ 'সনম তেরি কসম' পরিচালনা করেছিলেন রাধিকা রাও এবং বিনয় সাপ্রু ৷ হর্ষবর্ধন রানের বিপরীতে অভিনয় করেছিলেন মাওরা হোকেনও ৷

এদিন এর পার্ট-2 এর কথা জানাতে গিয়ে হর্ষবর্ধন লেখেন, "2022 সালেই আসতে চলেছে 'সনম তেরি কসম-2' ৷ আপনারাই এটাকে তৈরি করতে সাহায্য করলেন ৷" খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্য়া বইয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ কেউ যেমন বলেছেন, "এটা সত্য়িই সবচেয়ে ভাল খবর ছিল ৷" আবার কেউ বা বলেছেন, "আমরা সত্য়িই অনেকদিন ধরে এই খবরটার অপেক্ষা করছিলাম ৷"

আরও পড়ুন: অস্তগামী সূর্যের আভায় মোহময়ী জাহ্নবী

কবে পর্দায় আসতে চলেছে 'সনম তেরি কসম-2'? সঠিক কোনও তারিখ না সামনে এলেও খবর অনুযায়ী এই ছবি ফ্লোরে আসছে সেপ্টেম্বর অথবা অক্টোবরে ৷

ABOUT THE AUTHOR

...view details