মুম্বই, 11 জুন :হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা দিলীপ কুমার ৷ গত 6 জুন সকালে শ্বাসকষ্ট নিয়ে মুম্বই’র হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷ হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীতীন গোখালে এবং পালমোনোলজিস্ট চিকিৎসক জলিল পারকার তাঁর চিকিৎসা করছিলেন ৷ শুক্রবার সকালে অভিনেতার টুইটারে একটি পোস্ট করা হয় ৷ সেখানেই তাঁর হাসপাতাল থেকে বাড়ি ফেরার খবরটি জানানো হয় ৷
অভিনেতা দিলীপ কুমারের সুস্থতার জন্য প্রার্থনা করায় তাঁর অনুগারীদের ধন্যবাদ জানিয়ে টুইটটিতে লেখা হয়, ‘‘আপনাদের ভালবাসা, স্নেহ এবং প্রার্থনার জোরে দিলীপ সাহেব আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ৷ ভগবানের অশেষ কৃপা এবং ডা. গোখালে, ডা. পারকার এবং ডা. অরুণ শাহ’র চেষ্টায় ৷ আর হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের সেবায় তিনি সুস্থ হয়ে উঠেছেন ৷’’