পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিলীপ কুমার, ধন্যবাদ জ্ঞাপন অনুরাগীদের - ধন্যবাদ জ্ঞাপন

সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা দিলীপ কুমার ৷ আজ তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের এই খবর জানিয়ে একটি টুইট করা হয়েছে ৷

actor dilip kumar discharge from mumbais hospital today
হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিলীপ কুমার, ধন্যবাদ জ্ঞাপন অনুরাগীদের

By

Published : Jun 11, 2021, 3:55 PM IST

মুম্বই, 11 জুন :হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা দিলীপ কুমার ৷ গত 6 জুন সকালে শ্বাসকষ্ট নিয়ে মুম্বই’র হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷ হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীতীন গোখালে এবং পালমোনোলজিস্ট চিকিৎসক জলিল পারকার তাঁর চিকিৎসা করছিলেন ৷ শুক্রবার সকালে অভিনেতার টুইটারে একটি পোস্ট করা হয় ৷ সেখানেই তাঁর হাসপাতাল থেকে বাড়ি ফেরার খবরটি জানানো হয় ৷

অভিনেতা দিলীপ কুমারের সুস্থতার জন্য প্রার্থনা করায় তাঁর অনুগারীদের ধন্যবাদ জানিয়ে টুইটটিতে লেখা হয়, ‘‘আপনাদের ভালবাসা, স্নেহ এবং প্রার্থনার জোরে দিলীপ সাহেব আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ৷ ভগবানের অশেষ কৃপা এবং ডা. গোখালে, ডা. পারকার এবং ডা. অরুণ শাহ’র চেষ্টায় ৷ আর হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের সেবায় তিনি সুস্থ হয়ে উঠেছেন ৷’’

আরও পড়ুন : ভাল আছেন দিলীপ কুমার, শিগগিরই হয়তো ফিরবেন বাড়িতে

প্রসঙ্গত, শুক্রবার সকালে ডা. জলিল পারকার দিলীপ কুমারের স্বাস্থ্য নিয়ে একটি বিবৃতি পেশ করেন ৷ সেখানেই তিনি জানান, ‘‘আজকে অভিনেতা দিলীপ কুমারকে মুম্বই’র পিডি হিন্দুজা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷ তিনি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷’’ প্রসঙ্গত, গত বুধবার অভিনেতা সুস্থ হয়ে গিয়েছিলেন ৷ এ খবর জানিয়ে তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছে একটু টুইট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details