পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দেবের টলি টেলসে শুরু হল কমিউনিটি কিচেন - Tolly Tales Restaurant as Community Kitchen

যতদিন পর্যন্ত না কোভিড পরিস্থিতি সামলানো যাচ্ছে, ততদিন পর্যন্ত চলবে এই কমিউনিটি কিচেন । দেবের এই কমিউনিটি কিচেনে পাওয়া যাবে বিনামূল্যে পাওয়া যাবে খাবার ৷

কমিউনিটি কিচেন
কমিউনিটি কিচেন

By

Published : May 11, 2021, 5:32 PM IST

কলকাতা, 11 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত । প্রথম বারের তুলনায় মৃত্যুর সংখ্যা আরও বেশি ৷ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন রোগীরা । আর এই কঠিন পরিস্থিতির মধ্যে নিজের রেস্তঁরা টলি টেইলসকে কমিউনিটি কিচেনে পরিবর্তন করলেন দেব ।

আজ থেকে শুরু হয়েছে তাঁদের কমিউনিটি কিচেন ৷ যতদিন পর্যন্ত না কোভিড পরিস্থিতি সামলানো যাচ্ছে, ততদিন পর্যন্ত চলবে এই কমিউনিটি কিচেন । দেবের এই কমিউনিটি কিচেনে পাওয়া যাবে বিনামূল্যে পাওয়া যাবে খাবার ৷

করোনা আক্রান্তের পরিবারের কেউ করোনার রিপোর্ট দেখালেই মিলছে বিনামূল্যে খাবার

আরও পড়ুন : করোনা রুখতে গোরুর গোবর মাখা অবৈজ্ঞানিক, দাবি চিকিৎসকদের

এর জন্য দেখাতে হবে শুধু কোভিড পজিটিভ রিপোর্ট ৷ করোনা আক্রান্তের পরিবারের কেউ যদি করোনার রিপোর্ট দেখান, তাহলেই বিনামূল্যে মিলবে খাবার । যে কোনও প্রান্তের লোকই এসে এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন ৷

ABOUT THE AUTHOR

...view details