পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মাস্ক না পরে জমায়েতে, দীপ সিধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের - দীপ সিধু

কোভিডবিধি অমান্য করার অভিযোগ উঠল পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে ৷

Actor Deep Sidhu booked
Actor Deep Sidhu booked

By

Published : May 25, 2021, 3:13 PM IST

ফরিদকোট , 25 মে : প্রশাসনের রোষে পঞ্জাবি অভিনেতা দীপ সিধু ৷ করোনা স্বাস্থ্যবিধি অমান্য় করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ৷

মুখে মাস্ক না পরাতেই বিপত্তি ৷ প্রশাসনের রোষে অভিনেতা দীপ সিধু ৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানায় ৷

করোনা সংক্রমণ নিয়ে সিরিয়াস সব রাজ্য ৷ কঠোর করা হয়েছে করোনা স্বাস্থ্যবিধি ৷ সংক্রমণ ঠেকাতে তাই প্রতিজ্ঞাবদ্ধ সকল প্রশাসনিক কর্মী ৷

আরও পড়ুন :বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে

এমতাবস্থায় সব সময়ই তাঁরা রাস্তায় দিচ্ছে টহলদারি ৷ পুলিশ সূত্রে খবর, সিধু মুখে মাস্ক না পরেই জাইঠু ও মাত্তা গ্রামে জমায়েতে অংশগ্রহণ করেন তিনি ৷ আর সেই কারনেই তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় পুলিশ ৷

উল্লেখ্য, দীপ সিধু শুধুমাত্র একজন অভিনেতাই নয় ৷ সেই সঙ্গে তিনি একজন সমাজসেবী ও আইনজীবী ৷ প্রতিভাবান এই অভিনেতা তাঁর উৎকৃষ্টমানের অভিনয়ের জন্য বহুবারই পুরস্কৃত হয়েছে ৷ তাঁর এমন আচরন খুব একটা ভাল চোখে দেখছে না ভক্ত মহল ৷

ABOUT THE AUTHOR

...view details