পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনে অমৃতার রিটার্ন গিফট ! - amrita birthday

'মানি হিস্ট' ওয়েব সিরিজ়ের 'বেলা চাও' গানটি নেটিজ়েনদের গেয়ে শোনালেন অমৃতা । অনেকেই প্রশংসা করেন তাঁর গানের । এভাবেই সবাইকে রিটার্ন গিফট দিলেন অভিনেত্রী ।

sdf
sdf

By

Published : Apr 18, 2020, 4:01 PM IST

কলকাতা : অভিনেত্রী অমৃতা চ্যাটার্জির জন্মদিন ছিল গতকাল । এবার বাড়িতে খুব সাধারণভাবে পরিবারের সঙ্গে জন্মদিন পালন করেছেন তিনি । তবে যাঁরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের রিটার্ন গিফ্টও দিয়েছেন অভিনেত্রী । ETV ভারতের সঙ্গে সেই গিফটের কথা শেয়ার করলেন অমৃতা ।

লকডাউনে বাড়িতে বসে OTT প্ল্যাটফর্মে সিনেমা দেখা খুব বেড়ে গিয়েছে । নানা ধরন ও বিভিন্ন ভাষার ওয়েব সিরিজ় ও সিনেমা দেখছেন দর্শক । সেই তালিকায় রয়েছে 'মানি হিস্ট'-এর সিরিজ়ও । আর এর সঙ্গেই যোগ রয়েছে অমৃতার রিটার্ন গিফটের । সিরিজ়ের একটি গান 'বেলা চাও' নিয়ে এখন খুব বেশি চর্চা হচ্ছে সোশাল মিডিয়ায় । এবার সেই গানই নেটিজ়েনদের গেয়ে শোনালেন অমৃতা । তাঁর গান শুনে মুদ্ধ নেটিজ়েনরা । অনেকেই প্রশংসা করেন তাঁর গানের । এভাবেই সবাইকে রিটার্ন গিফট দিলেন অভিনেত্রী ।

.

এ প্রসঙ্গে অমৃতা আমাদের বলেন, "গতকাল আমার জন্মদিন ছিল । সেই উপলক্ষ্যে রিটার্ন গিফ্ট হিসেবে যাঁরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সবাইকে এই গানটা গেয়ে উপহার দিলাম । আমি এবার ঘটা করে জন্মদিন পালন করিনি । এই সময়টা খুব খাওয়াদাওয়া করাও ঠিক নয় । পরিবারের সঙ্গেই জন্মদিন কাটিয়েছি । মা পায়েস করেছিল । এবছর আর কেক কাটিনি । কাটবই বা কীভাবে !"

.

তবে বাড়িতে থেকে এখন রান্নায় মজেছেন তারকারা । বেশিরভাগ সময় হেঁশেলে দেখা মিলছে তাঁদের । নতুন নতুন রান্না সোশাল মিডিয়াতেও শেয়ার করছেন তাঁরা । তবে এই সময় কাটাচ্ছেন অমৃতা ? বলেন, "আমি গোল রুটি বানানো শিখেছি । টেকনিকটা রপ্ত করলাম । এছাড়া, বাড়ির টুকটাক কাজ করছি । মায়ের ছোটো বাগানটার দেখভাল করছি । বই পড়ছি, গান করছি, সিরিজ় দেখছি যেগুলো দেখা হয়নি বা যা বাকি ছিল । এভাবেই চলছে ।"

.

লকডাউন জারির আগে 'রহস্যময়' বলে একটি ছবির শুটিং করছিলেন অমৃতা । সেটা শেষ হল না । বলেন, "সৌম্য সুপ্রিয়র ছবি 'রহস্যময়'-এর শুটিং করছিলাম । সেটা বন্ধ হয়ে গেল লকডাউনের জন্য । শুটিং আর মাত্র কয়েকটা দিন বাকি ছিল । সেই ছবিতে অভিনয় করছিলেন অপুদা (শাশ্বত চ্যাটার্জি)। কিছু তো করার নেই । মাঝখানে ভালো লাগছিল না । এখন মনে হচ্ছে ঠিক আছে, এরকম অবস্থা নিশ্চয়ই কোনওদিন আর হবে না । এরকম ছুটিও আমরা পাবো না । সুতরাং এটাকে যতটা কাজে লাগানো যায় । তবে বাইরে যাওয়াটাকে খুব মিস করছি । কখনও ভাবিনি কফি শপে বসে কফি খাওয়া এত মিস করব । যখনই মনে হচ্ছে বাড়ির মোড় পর্যন্তও যেতে পারব না, তখনই ভীষণ দম বন্ধ লাগছে ।" পাশাপাশি রাজ্যবাসীকে এই সময় বাড়িতে থাকা অনুরোধ করেছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details