পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গুহায় থাকা এক পরিবারের উপর তথ্যচিত্র অমর্ত্য রায়ের - অমর্ত্য রায়

পুনের ফিল্ম স্কুলে পড়েন অমর্ত্য । ভালো ছাত্র হিসেবে তাঁর খ্যাতি আছে । বেশকিছু ছবিতে অভিনয়ও করেছেন । ভবিষ্যতে ছবি পরিচালনা করার ইচ্ছে তাঁর । সেই ফিল্ম স্কুলের বন্ধুদের সঙ্গেই এবার এই স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র তৈরি করছেন তিনি ।

asd
asd

By

Published : Oct 21, 2020, 4:45 PM IST

কলকাতা : ছবিটির নাম 'আওয়ার মাউন্টেন ভ্যালি হোম'। ভারতেরই একটি গ্রাম ফোফমন্দিরের এক পরিবারের উপর এই 20 মিনিটের তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক অমর্ত্য রায় ।

পুনের ফিল্ম স্কুলে পড়েন অমর্ত্য । ভালো ছাত্র হিসেবে তাঁর খ্যাতি আছে । বেশকিছু ছবিতে অভিনয়ও করেছেন । ভবিষ্যতে ছবি পরিচালনা করার ইচ্ছে তাঁর । সেই ফিল্ম স্কুলের বন্ধুদের সঙ্গেই এবার এই স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র তৈরি করছেন তিনি ।

গুহার মধ্যে থাকা সেই পরিবার

গুহায় থাকা একটি পরিবার । সেখানেই প্রজন্মের পর প্রজন্ম বসবাস করছেন তাঁরা । তাঁদের খুঁজে বের করে, তাঁদের জীবনের উপর ছবি । যেহেতু ডকুমেন্টারি, তাই অভিনেতারা সবাই সেই পরিবারেরই মানুষ ।

গুহার মধ্যেই চলছে খাওয়া-দাওয়া

এই শুটিং করতে গিয়ে গুহায় বেশ কিছুদিন কাটিয়েছেন অমর্ত্য । বলেন, "নেকড়ে বাঘ আছে ওখানে । আমরা ট্রাইপডকে কাকতাড়ুয়ার মতো বানিয়ে রাখতাম ।" শুধু তো শুটিং নয়, ক্যারিয়ারের শুরুতেই এক অনন্য অভিজ্ঞতা হয়েছে তাঁর ।

.

অমর্ত্যর এই ছবিটি ধর্মশালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে । পুজো শেষ হলেই অজয় দেবগণের 'ময়দান' ছবির কাজে ব্যস্ত হয়ে পড়বেন অমর্ত্য ।

ABOUT THE AUTHOR

...view details