মুম্বই, 25 এপ্রিল: সেবামূলক কাজে আগেও এগিয়ে এসেছেন ৷ দেশের ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে আবারও আর্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা অক্ষয় কুমার ৷ কোভিড 19 ত্রাণের জন্য গঠিত বিজেপি নেতা গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থাকে এক কোটি টাকা দান করলেন বলিউডের খিলাড়ি ৷
নিজের টুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন ক্রিকেটার-রাজনীতিক গৌতম গম্ভীর ৷ তিনি লিখেছেন, "এই অন্ধকারময় পরিস্থিতিতে প্রতিটি সাহায্যই একটা আশার আলো ৷ খাবার, ওষুধ ও অক্সিজেন সরবরাহের কাজে গৌতম গম্ভীর ফাউন্ডেশনে এক কোটি টাকা দান করার জন্য অক্ষয় কুমারকে ধন্যবাদ ৷ ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন ৷"