মুম্বই, 17 সেপ্টেম্বর :পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদিকে (Nirav Modi) নিয়ে সিরিজ তৈরি করছে অ্যাবানডানশিয়া এন্টারটেইনমেন্ট (Abundantia Entertainment) ৷ শুক্রবার সংস্থার তরফে তাদের এই পরিকল্পনার কথা ঘোষণা করা হয় ৷ তাদের ব্যানারেই তৈরি হয়েছিল শেরনি, শকুন্তলা দেবী, টয়লেট- এক প্রেম কথা এবং এয়ারলিফ্ট ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই ‘ফ্লড : দ্য রাইস অ্যান্ড ফল অফ ইন্ডিয়া’স ডায়মন্ড মুগল নীরব মোদি’ (Flawed: The Rise and Fall of India's Diamond Mogul Nirav Modi) বইটির সত্ত্ব কিনে নিয়েছে এই সংস্থা ৷ এই বইয়ের উপর ভিত্তি করেই নীরব মোদিকে নিয়ে সিরিজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি সিজন বা পর্বে ভাগ করে তৈরি হবে এই সিরিজ ৷
আরও পড়ুন :Jaya Ahsan: নকশাল আন্দোলন নিয়ে ছবি, নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার
ফ্লড-এর লেখক পবন সি লাল (Pavan C Lall) পেশায় সাংবাদিক ৷ তদন্তমূলক সাংবাদিকতার পাশাপাশি লেখারও অভ্যাস রয়েছে তাঁর ৷ নীরব মোদির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ, একাধিক সাক্ষাৎকার ছাড়াও তাঁকে নিয়ে ভালমতো গবেষণাও করেছেন পবন ৷ তারপরই হাত দিয়েছেন বই লেখার কাজে ৷ অ্যাবানডানশিয়া এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজ তৈরিতেও তাদের পাশে থাকবেন পবন ৷ ইতিমধ্যেই এই সিরিজের স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে ৷ সেখানে পরামর্শদাতা হিসাবে থাকছেন তিনি ৷