কলকাতা, 9 মার্চ: দ্বিতীয়বার উইন্ডোজের (Windows production) সঙ্গে জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee film) এবং ঋতাভরী চক্রবর্তী । অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'ফাটাফাটি'(Abir Ritabhari in Fatafati)। স্বাস্থ্যবতী মডেলের ভূমিকায় ধরা দেবেন ঋতাভরী চক্রবর্তী ।
'বহ্মা জানেন গোপন কম্মটি', 'বাবা বেবি ও...'র পর অরিত্র মুখোপাধ্যায় হাত দিতে চলেছেন তাঁর তৃতীয় ছবিতে । ছবির নাম ফাটাফাটি । এই ছবিরও কাহিনি ও চিত্রনাট্যকার জিনিয়া সেন । সংলাপ লিখছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় । এই ত্রয়ীর জুটিতেই ব্যাপক সাড়া ফেলে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এবং 'বাবা বেবি ও...'। এ বার তাই 'ফাটাফাটি'(Abir Chatterjee Ritabhari Chakraborty to act in Fatafati)। একজন প্লাস সাইজ অর্থাৎ স্বাস্থ্যবতী মডেলের গ্ল্যামারাস দুনিয়ায় পদক্ষেপ নিয়ে তৈরি হবে এই ছবি ।
এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শুটিং শুরু হওয়ার কথা ছবির । স্বাস্থ্যবতী মডেলের ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে । সেই আভাস মিলল আন্তর্জাতিক নারী দিবসে ।
প্রসঙ্গত এর আগে উইন্ডোজ প্রযোজিত 'মনোজদের অদ্ভুত বাড়ি'তে অভিনয় করেছেন আবির । আর 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'তে অভিনয় করেছেন ঋতাভরী । সুতরাং দুজনেরই এটি দ্বিতীয় অভিযান এই প্রযোজনা সংস্থার সঙ্গে ।
আরও পড়ুন: Dev Rukmini Relationship: বিয়ে কি পাকা করেই ফেললেন দেব-রুক্মিণী ?