আজ সামনে এসেছে ছবির পোস্টার। ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছে সে বিষয়ে এখনও কিছু জানা না গেলেও, শোনা যাচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও এই ছবিতে রয়েছেন। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়।
ক্রাইম থ্রিলারে একসঙ্গে জুটি বাঁধছেন যিশু ও আবির - crime thriller
পরিচালক মৈনাক ভৌমিক নিয়ে আসছেন তার নতুন ছবি 'বর্ণপরিচয়'। ছবির নাম শুনে অদ্ভুদ মনে হলেও এটি একটি থ্রিলারধর্মী ছবি। আর এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়কে একসঙ্গে। SVF প্রযোজিত এই ছবির গল্প এক গোয়েন্দা ও এক খুনিকে কেন্দ্র করে যাদের দুজনের টক্কর দর্শকরা দেখতে পাবেন এই বছরের গোড়ার দিকে।
bornoporichoy
পরিচালক মৈনাক ভৌমিকের ছবি মানেই সব সময় একটু ব্যতিক্রমী বিষয়কে কেন্দ্র করে। তাঁর পরিচালনায় শেষ ছবি ছিল 'জেনারেশন আমি'। যেই ছবি ইতিমধ্যেই যেমন দর্শকদের মনে আগ্রহ তৈরি করতে পেরেছে, তেমনি সমালোচকদের মনেও দাগ কেটেছে। তাই এবারও আশা করা যায়, বাংলা সিনেমার অন্যতম সেরা দুই অভিনেতা যিশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়ের কেমিস্ট্রি দর্শক মনে তুমুল সাড়া জাগাবে।