পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ব্যায়ামবিদদের 'বুদ্ধিহীন' বলে কটাক্ষ শ্রাবন্তী পুত্র অভিমন্যুর - srabanti son abhimanyu chatterjee

ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি অভিমন্যু লেখেন, "এই পৃথিবীতে কিছু বুদ্ধিহীন বডিবিল্ডার আছে যারা তাদের শরীরের এতটাই বৃদ্ধি ঘটিয়েছে যে তাদের মস্তিষ্কেই আর কিছু নেই ।"

োে্
োে্

By

Published : Jan 13, 2021, 7:52 PM IST

কলকাতা : ব্যায়ামবিদদের 'বুদ্ধিহীন' বলে এবার কটাক্ষ করলেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায় । সোশাল মিডিয়ায় তাঁদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল তাঁকে । আর তাঁর সেই পোস্টকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা ।

ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি অভিমন্যু লেখেন, "এই পৃথিবীতে কিছু বুদ্ধিহীন বডিবিল্ডার আছে যারা তাদের শরীরের এতটাই বৃদ্ধি ঘটিয়েছে যে তাদের মস্তিষ্কেই আর কিছু নেই ।"

অভিমন্যুর পোস্ট

তার সঙ্গে তিনি আরও বলেন, "বাস্তবে তাদের ভদ্র ভাবে কথা বলার মতো ক্ষমতা নেই কারণ তারা সেই শিক্ষা নিয়ে বড় হয়নি ।"

আরও পড়ুন : মেসেজে কি শ্রাবন্তীকেই "বাই" বললেন রোশন ?

তবে অভিমন্যু এই কটাক্ষ কাকে করেছেন তা অবশ্য স্পষ্ট নয় । কারণ সেখানে কারও নাম উল্লেখ করেননি তিনি । এদিকে শ্রাবন্তীর স্বামী রোশন সিং যে শরীরচর্চা করতে অত্যন্ত ভালোবাসেন সেকথা কারও অজানা নয় । মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় শরীরচর্চার ভিডিয়ো বা ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে । তাই এই বার্তার মাধ্যমে তিনি রোশনকেই বিঁধতে চেয়েছেন বলে অনুমান করছেন নেটিজ়েনদের একাংশ ।

ABOUT THE AUTHOR

...view details