কলকাতা : সত্যজিৎ রায় পরিচালিত 'অপুর সংসার' ছবিতে অপু হিসেবে শেষ দেখা গিয়েছিল সৌমিত্র চ্যাটার্জিকে । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'অপরাজিত' উপন্যাসের শেষ অংশ নিয়ে 'অভিযাত্রিক' তৈরি করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র । এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হল 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ।
এই ছবির কলাকুশলীদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বনাথ চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, প্রযোজক গৌরাঙ্গ জালান, সংগীত শিল্পী পণ্ডিত বিক্রম ঘোষ, সাহেব চট্টোপাধ্যায়সহ গায়িকা উজ্জয়িনী । গানের পাশাপাশি ছবিতে এক বোষ্টমীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ।
এই ছবি প্রসঙ্গে শুভ্রজিৎ বলেন, "সত্যজিৎ রায় অপু ট্রিলজি তৈরি করেছিলেন । আমি উপন্যাসটির শেষ পর্ব নিয়ে এই ছবি তৈরি করেছি । ছবিটি 1940 এর প্রেক্ষাপটে ছবিটি তৈরি করা হয়েছে । সেই সময়কার ঘটনাগুলিকে আরও ভালোভাবে মানুষের মনে গেঁথে দেওয়ার জন্যই ছবিটি সাদা-কালো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।"