কলকাতা,23 জানুয়ারি :কাঞ্চনজঙ্ঘার কথা বললে প্রকৃতিপ্রেমী মানুষের চোখে স্বাভাবিক ভাবেই ভেসে ওঠে এক শ্বেতশুভ্র তুষারাবৃত এক পর্বত চূড়ার দৃশ্য, তবে সমস্ত বাঙালি সিনেমাপ্রেমীকে এই শব্দটি মনে করিয়ে দেয় আরেকটি সিনেমার কথাও ৷ সত্য়জিত রায়ের অনবদ্য সৃষ্টি 'কাঞ্চনজঙ্ঘা' ছবির অনেক দৃশ্যই এখনও গেঁথে রয়েছে দর্শকদের মনে ৷ এবার এই ছবি তথা তার পরিচালক সত্যজিতকে শ্রদ্ধা জানাতে পরিচালক রাজর্ষি দে-র হাত ধরে আসছে 'আবার কাঞ্চনজঙ্ঘা' (Rajarshi dey is coming with his new film Abbar Kanchenjunga)।
প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, 1 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই নতুন ছবিটি ৷ প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে এই খবর। সত্যজিৎ রায় পরিচালিত কাঞ্চনজঙ্ঘা, বাংলা ছবির জগতে অন্যতম মাইলস্টোন হিসেবে রয়ে গিয়েছে। তবে, সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’র রিমেক বা সিক্যুয়েল নয় 'আবার কাঞ্চনজঙ্ঘা'। বরং এই ছবির গল্প সম্পূর্ণ মৌলিক ৷ ছবির বেশিরভাগ অংশেরই শ্যুটিং হয়েছে পাহাড়ের কোলে ৷ দার্জিলিং, সামসিং-সহ শ্যুটিং হয়েছে খোদ কলকাতাতেও ৷