পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নন্দিতা- শিবপ্রসাদের নতুন ছবি 'গোত্র' - Bengali Film

'কণ্ঠ'-র রেশ কাটেনি এখনও কলকাতার। তার মাঝেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবির খবর শোনা গেল। ছবির নাম 'গোত্র'।

গোত্র

By

Published : May 15, 2019, 4:16 PM IST

কলকাতা : মুক্তির পর থেকেই 'কণ্ঠ' ছবির দারুণ ভালো ফল বক্স অফিসে। হল মালিকরা বাড়িয়ে দিয়েছেন শো টাইম। ছবির মালয়ালি রিমেকও তৈরি হবে বলে শোনা যাচ্ছে। ক্যান্সার জয়ী রেডিয়ো জকি অর্জুনের গল্প বলেছে এই ছবি। স্পেশাল স্ক্রিনিংয়ে ছবিটি দেখে ডাক্তার দেবী শেঠীও প্রশংসা করেছেন 'কণ্ঠ'-র। আর এর মধ্যেই আর একটা সুখবর সিনেপ্রেমীদের কাছে। শোনা গেল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি 'গোত্র'-র কথা। সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিং। ছবি সম্পর্কে ETV ভারতকে বিস্তারিতভাবে জানালেন খরাজ মুখোপাধ্যায়।

খরাজ বললেন, "গোত্র ছবিতে অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার, নাইজেল আকারা, সাহেব ভট্টাচার্য, মানালি দে এবং আমি। ছবির শুটিং হয়েছে অনেক জায়গায়। মালঞ্চ সিনেমা হলের কাছে এবং একটি গোডাউনেও শুটিং হয়েছে।"

ছবিতে খরাজ
সেই সঙ্গে খরাজ যুক্ত করলেন, "ছবিটি মূলত জাতপাতকে কেন্দ্র করে। তাই নাম 'গোত্র'। সাম্প্রতিক কালের জাতপাত বিষয়ক চিন্তাভাবনাকে বড় পরদায় তুলে ধরা হয়েছে। এখানে অনুসূয়াদি একজন বৃদ্ধা, যার ছেলে থাকে বিদেশে। সেই ছেলের চরিত্রে অভিনয় করেছে সাহেব ভট্টাচার্য। আর আমি এখানে একজন খারাপ লোক। নেগেটিভ চরিত্র। চরিত্রটা একজন প্রোমোটারের। অনুসূয়াদি যে বাড়িতে থাকেন, সেটাকে প্রমোটিং করার গল্প।"

নন্দিতা-শিবপ্রসাদের থেকে দিন দিন প্রত্যাশা বাড়ছে দর্শকের। আর সেই প্রত্যাশা পূরণে সফল পরিচালকদ্বয়। তাই স্বাভাবিকভাবেই 'গোত্র' নিয়েও একটা বাজ় তৈরি হচ্ছে টলিউড সহ সমস্ত সিনেপ্রেমীদের কাছে।

ABOUT THE AUTHOR

...view details