মুম্বই, 2 জুন: রং দে বসন্তী থেকে থ্রি ইডিয়টস (3 Idiots) - বছরের পর বছর ধরে অভিনেতা আর মাধবনের (R Madhavan) সঙ্গে কাজ করার ফলে তাঁর সঙ্গে খুব ভালো সম্পর্ক বলিউডের আর এক অভিনেতা শরমন যোশির (শরমন যোশি) ৷ মাধবনের 51তম জন্মদিনে তাঁর সঙ্গে নিজের নানা স্মৃতির কথা তুলে ধরলেন শরমন ৷ সেখানেই তিনি জানালেন না-জানা অনেক কথা ৷
2009 সালে রাজকুমার হিরানির ফিল্মের শ্যুটিং-এর নানা দৃশ্যের অভিজ্ঞতা শেয়ার করলেন শরমন যোশি ৷ ফিল্মের একটি দৃশ্যে ফরজান কুরেশি (মাধবন), রাঞ্চো (আমির খান) ও রাজু খাস্তোগি (শরমন) একসঙ্গে বসে মদ্যপান করছিলেন এবং বোমান ইরানিকে অভিশাপ দিচ্ছিলেন ৷ সেই দৃশ্যের আগে আমিরের একটি পরামর্শ ছিল বলে জানালেন যোশি ৷ আমির (Aamir Khan) নাকি বলেছিলেন, তিনজন অভিনেতারই বাস্তবে মদ্যপান করে ওই দৃশ্যে অভিনয় করা উচিত ৷ সেই মতোই মদ্যপান করতে শুরু করেন আমির ও শরমন ৷ কিন্তু মাধবন কিছু কাজ সেরে একটু দেরিতে সেটে এসে পৌঁছন ৷ তখনই তাঁকে আমির বলেন, আগে মদ্যপান করো, তারপর শ্যুটিং হবে ৷ শরমন জানিয়েছেন যে, মাধবন নিয়মিত মদ্যপান করেন না ৷ কিন্তু দৃশ্যের স্বার্থে তিনি এক লহমায় ঢক ঢক করে বেশ খানিকটা মদ পান করে ফেলেন ৷