পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অস্কারে ইতিহাস, সেরা চিত্র পরিচালকের পুরস্কার জয় প্রথম এশীয় মহিলার - ক্লোয়ি ঝাও

সেরা পরিচালক হিসেবে অস্কার জিতলেন চিনা বংশোদ্ভূত চিত্রনির্মাতা ক্লোয়ি ঝাও ৷ তিনিই প্রথম এশীয় মহিলা যিনি এই নজির গড়লেন তাঁর ফিল্ম নোম্যাডল্যান্ডের জন্য ৷

93rd Academy Awards: Chloe Zhao makes Oscars history as first Asian woman to win Best Director award for 'Nomadland'
অস্কারে ইতিহাস, সেরা চিত্র পরিচালকের পুরস্কার জয় প্রথম এশীয় মহিলার

By

Published : Apr 26, 2021, 8:56 AM IST

Updated : Apr 26, 2021, 2:31 PM IST

লস অ্যাঞ্জেলেস, 26 এপ্রিল: অস্কারের আসরে ইতিহাস ৷ প্রথম এশীয় মহিলা হিসেবে সেরা পরিচালক বিভাগে পুরস্কার জিতে নিলেন চিনা বংশোদ্ভূত চিত্রনির্মাতা ক্লোয়ি ঝাও ৷ সৌজন্যে তাঁর ফিল্ম 'নোম্যাডল্যান্ড' ৷ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের 93 বছরের ইতিহাসে তিনিই প্রথম এশীয় মহিলা এবং দ্বিতীয় মহিলা হিসেবে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন ৷ এর আগে, 2010 সালে ওয়ার থ্রিলার 'দ্য হার্ট লকার' ফিল্মের জন্য প্রথম মহিলা হিসেবে সেরা পরিচালক বিভাগে অস্কার জিতেছিলেন ক্যাথরিন বিগলো ৷

এই বিরল নজির স্থাপনের পর যারপরনাই আপ্লুত 39 বছরের ঝাও বলেন, "কী দারুণ ব্যাপার, লাইফটাইম একটা সফরে আমার গোটা নোম্যাডল্যান্ড টিম একসঙ্গে ছিলাম ৷" চিনে জন্মগ্রহণ করেন ঝাও ৷ 14 বছর বয়স পর্যন্ত তিনি বেজিঙেই ছিলেন ৷ এরপর লন্ডনের বোর্ডিং স্কুলে পড়াশোনা ৷ আর লস অ্যাঞ্জেলেসের হাইস্কুল থেকে থেকে পাশ করা ৷ নিউ ইয়র্কে ফিল্ম স্কুলে ভর্তি হয়ে তিনি স্বাধীনভাবে তৈরি করেন 'সংস মাই ব্রাদার্স টট মি' ৷ এই ফিল্মে মার্কিন ভাই ও বোনেদের মধ্যে সম্পর্কের বন্ধন তুলে ধরেছিলেন ঝাও ৷ এরপর তাঁর তৈরি 'দ্য রাইডার' এক তরুণ রাখালের গল্প শুনিয়েছিল, যে মাথার একটি গভীর ক্ষত থেকে ধীরে ধীরে সেরে ওঠে ৷

আরও পড়ুন:শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য অস্কার পেলেন ড্যানিয়েল কলুয়া

নোম্যাডল্যান্ড এর আগে গিল্ড অফ আমেরিকা, গোল্ডেন গ্লোব, বাফটা ও বিভিন্ন ফিল্ম সমালোচক গ্রুপের তেকে ট্রফি জিতেছে ৷ এক বৃদ্ধ মহিলার জীবনের লড়াইয়ের গল্প বলে এই ফিল্ম ৷ বেকার হয়ে যাওয়ার পর কীভাবে একটি ভ্যানকে নিয়ে জীবনের সফরে এগিয়ে চলেন তিনি, তা-ই নিয়েই তৈরি হয়েছে এই মুভি ৷ এই ফিল্মের গল্প লেখা,নির্দেশনা ও প্রযোজনাও করেছেন ক্লোয়ি ৷

ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় 93তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ৷ এ বছর 23টি বিভাগে জয়ীদের তালিকায় বেশ কয়েকটি ইতিহাস রচিত হয়েছে অস্কারের আসরে ৷ কোভিডের কারণে নির্ধারিত সময়ের 2 মাস পর আয়োজিত হল অনুষ্ঠান ৷ ইতিহাসে এই নিয়ে চতুর্থ বার অস্কারের অনুষ্ঠানের পিছিয়ে দিতে হল ৷ এ দিন সেরা অভিনেতা বিভাগে দ্য ফাদার ফিল্মে অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন অ্যান্থনি হপকিংস ৷ আর সেরা অভিনেত্রী হয়েছেন নোম্যাডল্যান্ডের ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড ৷

Last Updated : Apr 26, 2021, 2:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details