পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Manna Dey : মৃত্যুর আট বছর পরও হৃদয়ে রয়ে গিয়েছেন মান্না

হিন্দি, বাংলা -সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে ছাড়াও তিনি বহু আধুনিক, ভক্তিমূলক, দেশাত্মবোধক গান গেয়েছেন ৷

Manna Dey
মৃত্যুর আট বছর পর আজও তাঁর গানে গানে জীবন্ত মান্না

By

Published : Oct 24, 2021, 8:21 PM IST

কলকাতা, 24 অক্টোবর : তাঁকে ভারতীয় তথা বাংলা সংস্কৃতি জগতের অন্য়তম মহীরূহ বললে অত্যুক্তি হবে না ৷ প্রেম হোক বা বিরহ, সুখ অথবা দুঃখ, বারবার তাঁর কণ্ঠের গানে আশ্রয় খুঁজে পেয়েছে প্রজন্মের পর প্রজন্ম ৷ তাঁর নাম মান্না দে ৷ রবিবার, ভারতীয় সঙ্গীত জগতের এই কিংবদন্তী ব্যক্তিত্বের অষ্টম মৃত্যু বার্ষিকী ৷ 2013 সালের 24 অক্টোবর বেঙ্গালুরুতে প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত এই বাঙালি আইকন ৷

1942 থেকে 2012 সাল, প্রায় 70 বছরের দীর্ঘ সঙ্গীত জীবনে মান্না দে হিন্দি, বাংলা ছাড়াও গান গেয়েছেন একাধিক আঞ্চলিক ভাষায় ৷ তাঁর গাওয়া গানের সংখ্যা কমবেশি প্রায় 4 হাজার ৷ নিজের দীর্ঘ সঙ্গীত জীবনে মান্না দে কাজ করেছেন 102 জন সঙ্গীত পরিচেলকের সঙ্গে ৷ হিন্দি, বাংলা -সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে ছাড়াও তিনি গান গেয়েছেন আধুনিক, ভক্তিমূলক, দেশাত্মবোধক বহু গান ৷ যা আজও মানুষের কণ্ঠে-কণ্ঠে ফেরে ৷

আরও পড়ুন : Shilpa Shetty: রাজ ছাড়াই করওয়া চৌথে শিল্পার পোস্ট

ছয় হোক বা সাতের দশকের স্বর্ণযুগ কিংবা তার পরেও একের পর এক হিন্দি ও বাংলা ছবিতে গান গেয়েছেন তিনি ৷ কালজয়ী সেসব গানের মাধ্যমেই মৃত্যুর এত বছর পরেও সঙ্গীত-প্রেমী মানুষের কাছে আজও বেঁচে রয়েছেন তিনি ৷ বাংলায় তাঁর গাওয়া 'হয়তো তোমারই জন্য', 'বাজে গো বীণা', 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল', 'আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি'-এর মতো গান আজও সমান জনপ্রিয় ৷ তাঁর গানের দৌলতেই আলাদা মাত্রা পেয়েছে কলকাতার কফি হাউস ৷

সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্য তিনি একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন ৷ পেয়েছেন ভারত সরকারের দাদা সাহেব ফালকে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রীর মতো সম্মান ৷

ABOUT THE AUTHOR

...view details