কলকাতা, 24 অক্টোবর : তাঁকে ভারতীয় তথা বাংলা সংস্কৃতি জগতের অন্য়তম মহীরূহ বললে অত্যুক্তি হবে না ৷ প্রেম হোক বা বিরহ, সুখ অথবা দুঃখ, বারবার তাঁর কণ্ঠের গানে আশ্রয় খুঁজে পেয়েছে প্রজন্মের পর প্রজন্ম ৷ তাঁর নাম মান্না দে ৷ রবিবার, ভারতীয় সঙ্গীত জগতের এই কিংবদন্তী ব্যক্তিত্বের অষ্টম মৃত্যু বার্ষিকী ৷ 2013 সালের 24 অক্টোবর বেঙ্গালুরুতে প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত এই বাঙালি আইকন ৷
1942 থেকে 2012 সাল, প্রায় 70 বছরের দীর্ঘ সঙ্গীত জীবনে মান্না দে হিন্দি, বাংলা ছাড়াও গান গেয়েছেন একাধিক আঞ্চলিক ভাষায় ৷ তাঁর গাওয়া গানের সংখ্যা কমবেশি প্রায় 4 হাজার ৷ নিজের দীর্ঘ সঙ্গীত জীবনে মান্না দে কাজ করেছেন 102 জন সঙ্গীত পরিচেলকের সঙ্গে ৷ হিন্দি, বাংলা -সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে ছাড়াও তিনি গান গেয়েছেন আধুনিক, ভক্তিমূলক, দেশাত্মবোধক বহু গান ৷ যা আজও মানুষের কণ্ঠে-কণ্ঠে ফেরে ৷