মুম্বই, 17 ডিসেম্বর: এগিয়ে এসেছে ছবি মুক্তির তারিখ ৷ বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা 83-র প্রচার চলছে জোরকদমে ৷ দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও প্রচার তুঙ্গে ৷ ইতিমধ্যেই জেড্ডায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে দর্শকদের কুর্নিশ কুড়িয়ে নিয়েছে 83 ৷ এ বার তার উদযাপন হল দুবাইয়ের বুর্জ খলিফায় (83 features on Burj Khalifa)৷ সেই সম্মানের সাক্ষী থাকল টিম 83 ৷ বুর্জ খলিফায় জ্বলজ্বল করে ওঠা হাবির লুক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone in 83)৷ তাঁর পাশেই ছিলেন স্বয়ং রণবীর সিং-ও (Ranveer Singh in 83)৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্যের ফুটেজ ৷ বুর্জ খলিফায় দেখানো হল কপিল দেবের চরিত্রে রণবীর সিং-কে ৷ সেই দেখে উচ্ছ্বসিত ছবির কুশীলবরা ৷ রণবীর, দীপিকা ছাড়াও ছিলেন কবীর খান, তাঁর স্ত্রী মিনি মাথুর ও অন্যান্যরা ৷
ভক্তদের নজর কেড়েছে দীপ-বীরের সাজপোশাকও ৷ চিকমিকে মেটালিক গোল্ডের হাইনেক টি ও হলুদ ট্রাউজার্সে বরাবরের মতো আলাদা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছেন রণবীর ৷ আর টকটকে লাল শর্ট ড্রেস, একই রঙের স্টকিংসে মোহময়ী দেখাচ্ছিল দীপিকাকে ৷ রংমিলন্তির রাফল হেডব্যান্ডে বাঁধা ছিল তাঁর চুল ৷