মুম্বই, 26 ডিসেম্বর : প্রত্যাশার পারদ চড়েই ছিল ৷ একে তো করোনা আবহে বড়দিনের উৎসবের মুখে প্রেক্ষাগৃহে ছবির মুক্তি ৷ তার উপর বিষয় ভারতীয় ক্রিকেটের প্রথম বিশ্বকাপ জয় ৷ টিম 83-র রসায়ন, রণবীর সিং (Ranveer Singh Film) ও অন্যদের দুরন্ত অভিনয়, আবেগ, দেশপ্রেম সবকিছুর মিশেলে বক্স অফিসে ছক্কা হাঁকানো শুরু করে দিল কবীর খানের ফিল্ম ৷ বক্স অফিসে প্রথম দিনে এই ছবির ব্যবসা (83 Box Office Collection Day 1) আকাশছোঁয়া ৷ ছবির মুক্তির দিনেই আয় হয়েছে 12.64 কোটি টাকা (83 Film Earns Rs 12 Crore)৷
আরও পড়ুন:83 Trailer release : 83-র ট্রেলার প্রকাশ রণবীরের, উচ্ছ্বসিত নেট নাগরিকরা
এই তথ্য জানিয়েছেন ফিল্ম বাণিজ্যের বিশেষজ্ঞ তরণ আদর্শ (Taran Adarsh on 83)৷ তিনি 83-র প্রথম দিনের রিপোর্ট কার্ড টুইট করে লিখেছেন, "83 ফিল্ম প্রথম দিনেই অপ্রতিরোধ্য...প্রিমিয়াম মাস্টিপ্লেক্সে দুরন্ত, টু টায়ার শহরে সাধারণ ও আম জনতার দরবারে নিস্তেজ...বড়দিনের ছুটিতে এর ব্যবসা আরও বৃদ্ধি পাওয়া উচিত ৷ পিভিআর, আইনক্স, সিনেপলিস ইতিমধ্যে বড় লাভের মুখ দেখেছে...শুক্রবার 12.64 কোটি টাকা ৷"