কলকাতা, 18 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে অরুণ রায় পরিচালিত বাংলা ছবি (Bengali cinema) '8/12'। স্বাধীনতা সংগ্রামী বিনয়-বাদল-দীনেশের গল্প (Binoy Badal Dinesh) শোনাবে এই ছবি ৷
1930 সালে 8 ডিসেম্বর রাইটার্স বিল্ডিং-এ ব্রিটিশ পোশাকে অনুপ্রবেশ করে অত্যাচারী সিম্পসন সাহেবকে হত্যা করেছিলেন বিনয়-বদল-দীনেশ (Binoy Badal Dinesh)। নিজেদের স্বার্থের কথা ভুলে দেশ স্বাধীনে ব্রতী হয়েছিলেন এই তিন বীর। তাঁদের বীরগাথা নিয়েই তৈরি হয়েছে '8/12'।
সাধারণতন্ত্র দিবসে ছবির শুভমুক্তির আশা রাখেন প্রযোজক কান সিং সোধা । তাঁর কথায়, "খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি সব ঠিক থাকলে আগামী 26 জানুয়ারি মুক্তির পথে স্বাধীনতা সংগ্রামর সত্য ঘটনা অবলম্বনে তৈরি '8/12' (8/12 release)। অনেক আলাপ আলোচনার পর আমরা এই 26 জানুয়ারি দিনটি বেছে নিয়েছি ছবির মুক্তির জন্য । সত্যি কথা বলতে কী, আমরা প্রথমে মুক্তির তারিখ নিয়ে দ্বিধায় ছিলাম । তবে এই কাহিনির জন্য এর থেকে ভাল দিন আর হতেই পারে না।"