পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Jyeshthoputro: জাতীয় পুরস্কার নিয়ে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্রের কৌশিক-প্রবুদ্ধ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার (67th National Film Awards) নিয়ে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্রের পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (Prabuddha Banerjee) ৷

67th National Film Awards: Kaushik Ganguly and Prabuddha Banerjee recieved award for Jyeshthoputro
জাতীয় পুরস্কার নিয়ে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্রের কৌশিক-প্রবুদ্ধ

By

Published : Oct 25, 2021, 5:03 PM IST

কলকাতা, 25 অক্টোবর : জাতীয় চলচ্চিত্র পুরস্কার (67th National Film Awards) পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি জ্যেষ্ঠপুত্র ৷ কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত এই ছবি দুটি বিভাগে জাতীয় পুরস্কার পায় ৷ সেরা স্ক্রিন প্লে বিভাগে পুরস্কার গ্রহণ করেছেন পরিচালক ৷ আবার এই ছবির জন্যই সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (Prabuddha Banerjee)৷ নয়াদিল্লিতে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তাঁরা ৷ দু'জনেই দারুণ খুশি ৷

নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা স্ক্রিন প্লে বিভাগে জ্যেষ্ঠপুত্রর জন্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাতে পুরস্কার তুলে দিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাউডু ৷ এই সম্মান পেয়ে আপ্লুত পরিচালক ইটিভি ভারতকে জানালেন, "কোনও ছবিই তো পুরস্কার পাওয়ার জন্য আমরা তৈরি করি না । যথেষ্ট দায়িত্ব দিয়ে বানাই যে কোনও ছবিই । পুরস্কার হল আমাদের সেই যত্ন আর ভালবাসা দিয়ে করা কাজ আর দায়িত্বের স্বীকৃতি । সব খাবার তো ভোজের জন্য তৈরি হয় না । আমরা তো ফুচকা-ঝালমুড়িও খাই । সেটা দিয়ে তো ভোজ হয় না । চেনা-অচেনা সকলের সঙ্গে দেখা হয় এই অনুষ্ঠানে এলে । ভাল লাগে খুব । আর বাংলা ছবি পুরস্কার পেলে খুব আনন্দ পাই । সৃজিত পেয়েছে 'গুমনামী'র জন্য । প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 'জ্যেষ্ঠপুত্র'র ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য । সব মিলিয়ে খুব ভাল লাগছে ।"

আরও পড়ুন:67th National Film Awards : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনী, জাতীয় পুরস্কার গ্রহণ কঙ্গনা-মনোজ-ধনুশদের

'জ্যেষ্ঠপুত্র' ছবির জন্যই সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কার পেয়েছেন এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি উপরাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করার পর ইটিভি ভারতকে জানালেন, "এ ক্ষেত্রে একটা কথা বলব, কারওকে ছোট না করেই বলব, আমাদের দেশে যাঁরা গান করেন, তাঁদের মিউজিক ডিরেক্টর বলা হয় । অথচ তাঁদের মধ্যে 99.9% জনই সিনেমাটা আগে দেখেন না । দেখেন হয়তো প্রিমিয়ারের দিন । অথচ তাঁদের জন্যই 'মিউজিক ডিরেক্টর'-এর তকমাটা বরাদ্দ । তবে হ্যাঁ, আমরা যাঁরা ব্যকগ্রাউন্ড স্কোর করি, তাঁদের এখন স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা ভাল লাগছে । এটা আমাদের একটা লড়াই করে জায়গা করে নেওয়া বলতে পারেন । বিদেশে কিন্তু অন্য সিনারিও । যাঁরা ব্যাকগ্রাউন্ড স্কোর করেন তাঁরাই মিউজিক ডিরেক্টর । ওখানে মিউজিক ডিরেক্টরের সমার্থক শব্দ ব্যাকগ্রাউন্ড স্কোর ডিরেক্টর ।"

আরও পড়ুন:67th National Film Awards: জাতীয় পুরস্কার নিয়ে গুমনামী টিমকে কুর্নিশ সৃজিতের

এ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উজ্জ্বল উপস্থিতি বাংলার ৷ জ্যেষ্ঠপুত্র ছাড়াও দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত গুমনামী (Gumnaami) ৷ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) হাতে আজ পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ টুইটে সেই স্বর্ণালী অভিজ্ঞতার ছবি পোস্ট করেছেন সৃজিত ৷

পুরস্কার নিতে নয়াদিল্লি পৌঁছেও বাংলার টিমের ছবি পোস্ট করেছিলেন তিনি ৷ ক্যাপশনে লিখেছিলেন, "বেঙ্গল স্কোয়াড ৷"

আরও পড়ুন:National Film Awards: ছিছোরের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক

ABOUT THE AUTHOR

...view details