পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

60 Er Pore: মুক্তি পেল '60-এর পরে'র ট্রেলার - অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়

মুক্তি পেল সৌভিক দে পরিচালিত ছবি '60-এর পরে'র (60 Er Pore) পোস্টার ও ট্রেলার ৷ এই ছবিতে দেখা যাবে জয় সেনগুপ্ত (Joy Sengupta), রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) ও অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে ৷

60-er-pore-trailer-released-joy-sengupta-and-rupanjana-mitra-to-act-in-this-film
মুক্তি পেল '60-এর পরে'র ট্রেলার

By

Published : Oct 30, 2021, 5:35 PM IST

কলকাতা, 30 অক্টোবর: দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে মুক্তি পেল '60-এর পরে' (60 Er Pore) ছবির পোস্টার এবং ট্রেলার । ছবিটি পরিচালনা করেছেন সৌভিক দে ।

এবার এক ফ্রেমে, এক গল্পে বন্দি হতে চলেছেন জয় সেনগুপ্ত (Joy Sengupta), রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra), অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও অমিত শেঠি । মুক্তি পেয়েছে আসন্ন বাংলা ছবি '60-এর পরে'র ট্রেলার । মীনা শেঠি মণ্ডলের প্রযোজনায় এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, পিয়ালী মুখোপাধ্যায়, অমিত শেঠি-সহ অন্যান্যরা ।

ছবির গল্পটা এ রকম, একটি ছেলে ভালোবেসে বাড়ির অমতে তার বান্ধবীকে বিয়ে করে । বিয়ের পর সুখী দাম্পত্য থাকলেও হঠাৎই চাকরি চলে যায় ছেলেটির । তখন তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা । দুর্ভাগ্যবশত ওই ব্যক্তির স্ত্রী ও বাচ্চা দু‘জনেই মারা যায় । এরপরই শহরের বুকে ঘটতে থাকে একের পর এক খুনের ঘটনা । তদন্ত করতে আসে এক গোয়েন্দা । সে কী পারবে আসল সত্য সামনে আনতে ? এই প্রশ্নের জবাব দিতেই এগিয়েছে ছবির চিত্রনাট্য ।

আরও পড়ুন:Aryan Khan Release : ফিরেছেন আরিয়ান, শাহরুখের জন্মদিনের প্রাক্কালে মন্নতে আগাম দীপাবলি

ছবিতে গোয়েন্দার চরিত্রে রয়েছেন জয় সেনগুপ্ত এবং তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্র । অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় গোয়েন্দার সহকারীর চরিত্রে অভিনয় করছেন এবং অমিত রয়েছেন সেই পরিশ্রমী ছেলেটির চরিত্রে । বব সেনের সঙ্গীত পরিচালনায় এই ছবিতে গান গেয়েছেন প্রতীক কুণ্ডু, চন্দ্রিকা ভট্টাচার্য, ইন্দ্রনীল চক্রবর্তী এবং শতাব্দী ।

আরও পড়ুন:Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট

ট্রেলার অনুষ্ঠানে অভিনেতা-পরিচালক

সব ঠিক থাকলে এই বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি । আশাবাদী পরিচালক এবং প্রযোজক উভয়েই । পরিচালক সৌভিক দে জানান, "আমি এই ছবিতে জ্ঞান দিতে আসিনি । আমি চাই আমার ছবি দেখে সবাই হাততালি দিক ।"

আরও পড়ুন:Outdoor Shooting: অনুমতি মিলল আউটডোর শুটিংয়ের, মিশ্র প্রতিক্রিয়া সিনেমহলে

ABOUT THE AUTHOR

...view details