পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আর্টিস্ট ফোরামের বিভিন্ন পদ থেকে ইস্তফা 4 জনের - resignation in artist forum

আর্টিস্ট ফোরামের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন চারজন । সেই তালিকায় রয়েছেন জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায়, অ্যাসিসট্যান্ট ট্রেজ়ারার সোহম বন্দ্যোপাধ্যায়, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি রানা মিত্র এবং এগজ়িকিউটিভ সদস্য সাগ্নিক ।

asd
asd

By

Published : Jun 12, 2020, 8:00 PM IST

কলকাতা : ফাটল আর্টিস্ট ফোরামের অন্দরে । ফোরামের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন চারজন । তার মধ্যে রয়েছেন জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায়, অ্যাসিসট্যান্ট ট্রেজ়ারার সোহম বন্দ্যোপাধ্যায়, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি রানা মিত্র এবং এগজ়িকিউটিভ সদস্য সাগ্নিক । আর এ নিয়ে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায় ।

সপ্তর্ষি রায়

10 জুন শোনা গিয়েছিল যে আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতির পদ থেকে নাকি ইস্তফা দিতে চলেছেন শংকর চক্রবর্তী । সেই জল্পনায় জল ঢেলে পদত্যাগ করছেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি । এরপর ওই দিনই শুটিং শুরু করানো নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের বিজয়গড়ের অফিসে বৈঠকও করেন । সেখানেই 11 জুন থেকে শুটিং শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় । সেই মতো গতকাল থেকেই পুরোদমে শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং । এদিকে 10 জুনই ফোরামের বিভিন্ন পদ থেকে ইস্তফা দেন চারজন । যার খবর পাননি কেউই ।

সোহম বন্দ্যোপাধ্যায়

এ প্রসঙ্গে ETV ভারতকে সপ্তর্ষি রায় বলেন, "এখনই এর কারণ বলা যাবে না । আমরা একটু ধাতস্থ হয়ে নিই । মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে গিয়েছি । তারপর সব আপনাদের জানাব ।" তবে মত পার্থক্যের কারণেই এই ইস্তফা বলে জানিয়েছেন তিনি । বলেন, "এই পার্থক্যগুলো মেনে নেওয়া গেল না । এটা ন্যায়-নীতির প্রশ্ন । সেই কারণেই ইস্তফা দিতে বাধ্য হলাম ।"

রানা মিত্র

তিনি আরও বলেন, "এতকাল যে ফোরামের জন্যে কাজ করেছি, ইন্ডাস্ট্রির জন্যে কাজ করেছি সেই ফোরামের বিরুদ্ধে যে কুৎসা ছড়াব, তাও নয় । আমরা তো এখনও ফোরামের সাধারণ মেম্বার হয়ে আছি । মতোবিরোধ হয়েছে । তাই ফোরামের ভালোর জন্য, ইন্ডাস্ট্রির ভালোর জন্য এই ইস্তফা । আমাদের নির্বাচন করে তাঁরা নিয়ে এসেছেন, তাঁদের হয়ে কাজ করার জন্য । তাঁদের স্বাস্থ্যসুরক্ষা, সমান অধিকার - এগুলো যাতে ঠিকঠাক বজায় থাকে, সেটা দেখা আমাদের কর্তব্য । কিন্তু সেই কাজটাই অনেকদিন ধরেই সঠিকভাবে করতে পারছিলাম না । সেটা এখন এমন জায়গায় দাঁড়াল, যে আমাদের পক্ষ্যে আর সে বিষয়গুলো মেনে নেওয়া সম্ভব হল না ।"

ABOUT THE AUTHOR

...view details