পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Karnasubarner Guptadhan : নতুন বছরেই আসছেন সোনাদা, আবিরের ধামাকা দেখার অপেক্ষায় দর্শক - আবিরের ধামাকা দেখার অপেক্ষায় দর্শক

আসছে সোনাদা সিরিজের তৃতীয় সিনেমা ৷ সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই রিলিজ করবে কর্ণসুবর্ণের গুপ্তধন (Karnasubarner Guptadhan) ৷

Karnasubarner Guptadhan
নতুন বছরেই আসছেন সোনাদা

By

Published : Dec 31, 2021, 7:54 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর : 'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর ব্যাপক সাফল্যের পর, আবার ফিরছেন সোনাদা ৷ এসভিএফ এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের জুটিতে আসতে চলেছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karnasubarner Guptadhan) ।

ফলে ফের নতুন অ্যাডভেঞ্চারের পথে সোনাদা, আবির আর ঝিনুক । পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের কথায়, "ইতিহাস আর অ্যাডভেঞ্চার ৷ দুইয়ের মিশেলে তৈরি হবে এই ছবি ।’’ এসভিএফ-এর তরফে এদিন জানানো হয়, মূল চরিত্রে থাকবেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা । স্ক্রিপ্ট লিখছেন ধ্রুব ববন্দ্যোপাধ্যায় এবং সৌগত বসু । সিনেমাটোগ্রাফিতে শৌমিক হালদার । সঙ্গীত পরিচালনায় এবং আবহে বিক্রম ঘোষ । সম্পাদনায় সংলাপ ভৌমিক ।

‘গুপ্তধনের সন্ধানে’ বা ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর মতো এবারেও বাংলার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হবে এই ছবির মাধ্যমে (3rd film of sonada series will release on next year) । প্রযোজনা সংস্থা সূত্রের খবর, এবার সোনাদা'র অ্যাডভেঞ্চারের নেপথ্যে থাকছে কর্ণসুবর্ণের গৌরবময় অধ্যায় ।

আরও পড়ুন : ফিরে দেখা 2021 : একঝলকে বিদায়ী বছরের সেরা সিনেমা

প্রসঙ্গত, বাংলার প্রথম স্বাধীন শাসক ছিলেন শশাঙ্ক । তাঁর রাজধানী ছিল কর্ণসুবর্ণ । হিউয়েন-সাংয়ের ভ্রমণ কাহিনিতে কর্ণসুবর্ণর বিবরণ ইতিহাসের পাতায় উজ্জ্বল । সেই প্রেক্ষাপটেই ছবির নির্মাণ । ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে । সব ঠিক থাকলে ছবিটি ২০২২-এ রিলিজ করার পরিকল্পনা নির্মাতাদের ।

ABOUT THE AUTHOR

...view details