কলকাতা : অমিতাভ ভট্টাচার্য পরিচালিত '১৭ই সেপ্টেম্বর'-এর ট্রেলার মুক্তি পেল আজ। সোহম চক্রবর্তী ও অরুণিমা ঘোষকে দেখা যাবে ছবির মুখ্য চরিত্রে। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, পাপিয়া অধিকারী, অম্বরীশ ভট্টাচার্য, অনিন্দিতা বোসের মতো আরও পরিচিত মুখ।
অর্থাভাবেই ঘর ভাঙছে সোহম-অরুণিমার? - টলিউড
মুক্তি পেল '১৭ই সেপ্টেম্বর'-এর ট্রেলার। ছবিটির ট্রেলারেই আদ্যোপান্ত ফ্যামিলি ড্রামার আভাস।
১৭ই সেপ্টেম্বর
ট্রেলার দেখেই বোঝা গেল যে, পারিবারিক গোলোযোগ নিয়েই এগোবে ছবির গল্প। নিজস্ব চাওয়া-পাওয়া পূরণ না হওয়ায় ঘর ভাঙছে সোহম আর অরুণিমার। আর এই ভাঙনের মধ্যে ঢুকে পড়ছেন কয়েকজন মানুষ, যারা আটকানোর চেষ্টা করছেন এই বিচ্ছেদ। নতুন বোতলে পুরোনো রসায়ন ঢেলেই আসতে চলেছে '১৭ই সেপ্টেম্বর'।
দেখে নিন ট্রেলার...