পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হ্যাক করা হয়েছে জ়ায়রার অ্যাকাউন্ট? অভিনেত্রী জানালেন... - জ়ায়রা অবসর

আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছেন বলে, নিজের গ্ল্যামারাস ক্যারিয়ার ছেড়েছেন অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিবৃতিটি লিখে একপ্রকার তোলপাড় ফেলে দিয়েছেন জ়ায়রা। তারপর থেকেই অনেকের মনে প্রশ্ন জাগে যে, টুইটটা কি আদৌ জ়ায়রা করেছেন নাকি কেউ হ্য়াক করেছে তাঁর অ্যাকাউন্ট। কী বললেন অভিনেত্রী?

জ়ায়রা ওয়াসিম

By

Published : Jul 1, 2019, 8:20 PM IST

মুম্বই : সমস্ত জল্পনায় জল ঢেলে জ়ায়রা জানালেন, হ্যাকড হয়নি তাঁর অ্যাকাউন্ট। সজ্ঞানে, সচেতনভাবে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টুইট করে জ়ায়রা লিখেছেন, "আমি সবাইকে এটা জানাতে চাই যে, আমার কোনও সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকড হয়নি কখনই। আমিই আমার অ্যাকাউন্ট হ্যান্ডল করি।"

সোশাল মিডিয়া ব্যবহারকারীদের উদ্দেশ্যে জ়ায়রা বলেন যে, "যদি কেউ ভুল খবর ছড়ায়, সেই খবর বিশ্বাস করবেন না, নিজে ছড়াবেন না।"

এদিন জ়ায়রার ম্যানেজার তুহিন মিশ্র একই কথা জানান। তিনি বলেন, "জ়ায়রা নিজে ওই পোস্টটি করেছেন। আমরা কখনও বলিনি যে ওঁর অ্যাকাউন্ট হ্য়াকড হয়েছে।"

জ়ায়রার ইনস্টাস্টোরি

ABOUT THE AUTHOR

...view details