মুম্বই : সমস্ত জল্পনায় জল ঢেলে জ়ায়রা জানালেন, হ্যাকড হয়নি তাঁর অ্যাকাউন্ট। সজ্ঞানে, সচেতনভাবে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টুইট করে জ়ায়রা লিখেছেন, "আমি সবাইকে এটা জানাতে চাই যে, আমার কোনও সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকড হয়নি কখনই। আমিই আমার অ্যাকাউন্ট হ্যান্ডল করি।"