মুম্বই : 2019 সালের অগাস্ট মাসে কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার করার পর থেকে কেমন আছে কাশ্মীর ? নিজে কাশ্মীরের কন্যা হয়ে সেখানকার মানুষদের দুরবস্থার কথা তুলে ধরলেন জ়ায়রা ওয়াসিম ।
একটি সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে জ়ায়রা লিখেছেন, "আশা আর হতাশার মধ্য়ে সাফার করছে কাশ্মীর । দুঃখ আর অবসাদের মোড়কে শান্তির এক মিথ্যে আবহ তৈরি হয়ে রয়েছে । কাশ্মীরের মানুষ এমন এক দুনিয়ায় বাস করছে যেখানে কোনও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া খুবই সহজ ।"
সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে জ়ায়রা বলেছেন, "কেন আমরা এমন একটা পৃথিবীকে বাঁচবো, যেখানে আমাদের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করা হবে, নির্দেশ দেওয়া হবে ? আমাদের চুপ করিয়ে দেওয়া এত সহজ ? আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেন খর্ব করা হয়েছে ?"
মিডিয়ার দেওয়া তথ্য ও খবরকে বিশ্বাস না করার অনুরোধ করেছেন জ়ায়রা । সামনে আসা তথ্যকে ফের যাচাই করার কথা বলে অভিনেত্রী বলেছেন, "আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে, কতদিনের জন্য ? আমরা কেউ জানি না ।"
দেখে নিন জ়ায়রার পোস্ট...