মুম্বই : কাল টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে সোনালি বসু পরিচালিত ছবি 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর। সেখানে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার ও রোহিত সরফ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন জ়ায়রা। তিনি যে সিনেমা জগৎ থেকে পুরোপুরি ছুটি নিয়েছেন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল গতকাল।
কয়েকদিন আগে প্রিয়াঙ্কা একটি পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছিলেন, "13 তারিখ TIFF-এ ছবির প্রিমিয়ারে পুরো টিমের সঙ্গে দেখা করতে আমার তর সইছে না।" এই লেখার সঙ্গে যে ছবিটি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা সেখানে জ্বলজ্বল করছিলেন জ়ায়রা। তাই অনেকেই ভেবেছিলেন যে, তিনিও আসবেন তাঁর ক্যারিয়ারের শেষ ছবির প্রিমিয়ারে।