মুম্বই : মাঝেমধ্যেই হেডলাইন তৈরি করেন জ়ায়রা ওয়াসিম । কখনও অভিনয় করে তাক লাগিয়ে দিয়ে তো কখনও অভিনয় ছেড়ে দিয়ে । লাইমলাইট থেকে দূরে থাকতে চাইলেও জ়ায়রার সোশাল মিডিয়া অ্যাক্টিভিটি চর্চিত হয়েছে অভিনয় ছাড়ার পরও । এবার সেই পথও বন্ধ করলেন তিনি । ডিলিট করলেন টুইটার আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ।
সম্প্রতি জ়ায়ার একটি পোস্ট করেন টুইটারে, যেখানে তিনি পঙ্গপালের আক্রমণ প্রসঙ্গে কোরানের একটি অংশ তুলে দেন । পঙ্গপাল ঈশ্বরেরই পাঠানো বলে দাবি করা হয়েছে সেই পোস্টে ।