মুম্বই : 50 বছরে পা দিতে চলেছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস (YRF) । সেপ্টেম্বরেই সংস্থার 50 বছর পূর্তির অনুষ্ঠান করা হবে বলে জানা গিয়েছে । তবে শুধুমাত্র ভারতেই নয় । এই অনুষ্ঠান পালিত হবে অ্যামেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ড, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও সুইৎজ়ারল্যান্ডে ।
সূত্রের খবর, এই অনুষ্ঠান যাতে সবাই মনে রাখেন তার জন্য দিনটিকে বড় করে পালন করতে চান সংস্থার চেয়ারম্যান আদিত্য চোপড়া । সেই সংক্রান্ত পরিকল্পনাও করছেন তিনি নিজেই । শোনা যাচ্ছে, এই সংস্থার যে সব আইকনিক ছবিগুলি রয়েছে সেগুলিকে দেখানো হবে বিভিন্ন দেশে । এছাড়া রেডিয়ো কনসার্টের মাধ্যমে ছবিগুলির আইকনিক গানও গাওয়া হবে । পাশাপাশি এই ব্যানারের আপকামিং ছবিগুলির প্রোমোশনও নতুনভাবে করবেন বলে চিন্তাভাবনা করেছেন আদিত্য ।