পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 28, 2020, 11:53 AM IST

ETV Bharat / sitara

তৈরি হতে চলেছে যশরাজ ফিল্মসের মিউজ়িয়াম

27 সেপ্টেম্বর প্রয়াত পরিচালক যশ চোপড়ার 88তম জন্মদিনে সেই মিউজ়িয়ামের উদ্বোধন করবেন YRF-এর চেয়ারম্যান ও পরিচালক আদিত্য চোপড়া । প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠের তরফে বলা হয়েছে, "এই মিউজ়িয়ামের উপর এখন কাজ করছেন আদিত্য । অনেক পরিকল্পনা রয়েছে । সাধারণের জন্য মিউজ়িয়াম খুলে দেওয়া হবে । যাতে সবাই YRF সম্পর্কে একাধিক বিষয় জানতে পারেন ।"

asd
asd

মুম্বই : 50 বছর পূর্ণ করতে চলেছে যশরাজ ফিল্মস (YRF) । আর সেই উপলক্ষ্যে একটি মিউজ়িয়াম খুলতে চলেছে ওই প্রযোজনা সংস্থা । সম্প্রতি সংস্থার তরফেই একথা ঘোষণা করা হয়েছে ।

27 সেপ্টেম্বর প্রয়াত পরিচালক যশ চোপড়ার 88তম জন্মদিনে সেই মিউজ়িয়ামের উদ্বোধন করবেন YRF-এর চেয়ারম্যান ও পরিচালক আদিত্য চোপড়া । প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠের তরফে বলা হয়েছে, "এই মিউজ়িয়ামের উপর এখন কাজ করছেন আদিত্য । অনেক পরিকল্পনা রয়েছে । সাধারণের জন্য মিউজ়িয়াম খুলে দেওয়া হবে । যাতে সবাই YRF সম্পর্কে একাধিক বিষয় জানতে পারেন ।"

আরও বলা হয়, "অ্যামেরিকার বড় ফিল্ম স্টুডিয়োগুলিতে যদি কেউ যান তাহলে সেই স্টুডিয়োর ইতিহাস, পোশাক, একাধিক ছবির মূল্যবান পোস্টার সবই দেখার সুযোগ পান সবাই । সেখানে আসলে ওই স্টুডিয়োর সব কিছুই উল্লেখ করা থাকে । YRF-এর ক্ষেত্রেও তেমন কিছু চিন্তাভাবনা করা হচ্ছে ।"

এই মিউজ়িয়ামের মধ্যে তুলে ধরা হবে YRF-এর ইতিহাস । এছাড়া ওই সংস্থা থেকে যে সব জনপ্রিয় ছবিগুলি মুক্তি পেয়েছে, সেগুলির দুর্লভ পোস্টার সবই থাকবে মিউজ়িয়ামে । তবে এর কাজ শুরু করতে একটু সময় লাগবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে ।

তবে শুধু মিউজ়িয়ামই নয় । বদল করা হচ্ছে এই প্রযোজনা সংস্থার লোগো । যশ চোপড়ার জন্মদিনে সেই লোগোও প্রকাশ্যে আনা হবে বলে জানা গিয়েছে ।

22 টি ভাষায় মুক্তি পাবে লোগোটি । দেশজুড়ে প্রতিটি রাজ্যের দর্শককে শ্রদ্ধা জানানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details