পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইউটিউব সেনসেশন ক্যারি মিনাতি এবার বলিউডে - ক্যারি মিনতি

ইউটিউব সেনসেশন ক্যারি মিনাতি শুরু করতে চলেছেন তাঁর বলিউড ক্যারিয়ার । তাও আবার অজয় দেবগনের সঙ্গে ।

carry minati with ajay debgn
carry minati with ajay debgn

By

Published : Dec 18, 2020, 5:51 PM IST

মুম্বই : অজেয় নাগর, যাঁকে আমরা ক্যারি মিনাতি বলেই চিনি, ডেবিউ করতে চলেছেন বলিউডে । অজয় দেবগনের পরবর্তী ছবি 'মে ডে'-তে দেখা যাবে ক্যারি মিনাতিকে । ছবির শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই ।

শোনা যাচ্ছে এই ইউটিউব স্টারকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে 'মে ডে' ছবিতে । প্রযোজক কুমার মঙ্গত পাঠকের সঙ্গে বেশ কয়েকমাস ধরেই কথাবার্তা চলছিল তাঁর ।

তবে ঠিক কোন চরিত্রে থাকবেন তিনি সেটা জানা যায়নি । কেউ কেউ আবার বলছেন যে, অজেয় এখানে তাঁর নিজের ভূমিকাতেই অভিনয় করবেন, অর্থাৎ তাঁকে ক্যারি মিনাতি হিসেবেই দেখা যাবে ।

দেবগন অভিনীত এই ছবিতে ক্যারি মিনাতি ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, রকুল প্রীত সিং, অঙ্গীরা ধরের মতো তারকারা । থ্রিলার জ়ঁরের 'মে ডে'-র শুটিং 11 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে ।

'শিবায়' ও 'ইউ মি ঔর হম'-এর পর 'মে ডে' ছবিতেও পরিচালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে । ছবিতে তাঁকে এক পাইলটের চরিত্রে দেখা যাবে এবং ছবির অন্যতম প্রযোজকও তিনি । 2022 সালের 29 এপ্রিল মুক্তি পাবে 'মে ডে' ।

ABOUT THE AUTHOR

...view details